Logo
Logo
×

আনন্দ নগর

ছয় বছর পর সেলিম

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ছয় বছর পর সেলিম

ছবি সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন মঞ্চ নাটকের মাধ্যমে নাট্যাঙ্গনের সঙ্গে যোগাযোগ ঘটে অভিনেতা ও নির্দেশক শহীদুজ্জামান সেলিমের। সমমনা কয়েকজন নাট্যামোদী শিক্ষার্থী এক হয়ে গঠন করেন জাহাঙ্গীরনগর থিয়েটার। এ দলের হয়েই অভিনয় শুরু করেন সেলিম।

একই দলে নাট্য নির্দেশক হিসেবেও কাজ করেন তিনি। তবে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সমাপন করে রাজধানীর ঢাকা থিয়েটারের সদস্য হন সেলিম। এ সময় মঞ্চ নাটকের পাশাপাশি টিভি নাটকেও ব্যস্ততা বৃদ্ধি পায় তার। ২০১৪ সালে ঢাকা থিয়েটারের ব্যানারে ‘পঞ্চনারী আখ্যান’ নাটক নির্দেশনা দেন তিনি।

যেটি নিয়মিত প্রদর্শিত হচ্ছে দেশ-বিদেশে। ছয় বছর পর আবারও ঢাকা থিয়েটারের ব্যানারে নতুন একটি নাটক নির্দেশনা দেবেন সেলিম। ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নামের নাটকটি রচনা করেছেন আনন জামান।

এরই মধ্যে নাটকটির পুরো স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। এ নাটক প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘২০১৮ সাল থেকে এ নাটকটি নির্মাণের প্রস্তুতি চলছে। নানা কারণে সেটির অগ্রগতি ধীর গতিতে চলেছে।

তবে চলতি বছরের শুরু থেকে দ্রুত গতিতে নাটকটি মঞ্চে আনার কাজ এগিয়ে যাচ্ছে। করোনা দুর্যোগের কারণে প্রথমে অনলাইনে মহড়া করার পরিকল্পনা থাকলেও সে জায়গা থেকে আমরা সরে এসেছি। মহামারী কেটে গেলেই স্টেজে এটির মহড়া হবে। নাটকটির গল্পও করোনাভাইরাসের মতো একটি মহামারীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আশা করছি এটি উপভোগ্য হবে।’

সেলিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম