Logo
Logo
×

আনন্দ নগর

ঈদে স্বামী-স্ত্রীর অভিনয় রসায়ন

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঈদে স্বামী-স্ত্রীর অভিনয় রসায়ন

ছবি সংগৃহীত

অভিনয়ে নিজের ব্যস্ততার পাশাপাশি স্ত্রী জুঁই করিমকেও সুযোগ করে দিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ধীরে ধীরে জুঁইও স্বামীর মতোই ব্যস্ত হয়ে উঠেছেন। কাজ করেছেন নিজেদের প্রযোজনার বাইরে অন্য প্রোডাকশনের অনেক নাটকে। জুটি বেঁধেও তাদের বিভিন্ন নাটকে অভিনয় করতে দেখা গেছে।

সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও মোশাররফ-জুঁই জুটি হয়ে আসছেন একটি নাটকে। নাম ‘গিরগিটি’। এটি পরিচালনা করেছেন রায়হান খান। নাটকের গল্পে দেখা যাবে, বিবাহবার্ষিকী উপলক্ষে সেদিন ছিল অহনার ও রাশেদের বিভিন্ন ধরনের প্রস্তুতি।

একটু একটু করে আনন্দের রং ফিকে হতে থাকে অজানা একটি ফোনকলের কারণে। শুরুতে স্ত্রীর কাছে আসা ফোনকলকে গুরুত্ব দেয় না রাশেদ। কিন্তু প্রথম থেকে ফোনকলের ব্যাপারটি ভালো লাগে না অহনার।

কারণ ফোনের অপর প্রান্তের লোকটি এমনভাবে কথা বলে যেন পূর্ব-পরিচিত এবং ক্রমান্বয়ে মেরে ফেলার হুমকি দিতে থাকে। অহনাকে আল্টিমেটাম দেয় এক সপ্তাহের মধ্যে রাশেদকে ডিভোর্স দিয়ে ফোনকলারের কাছে চলে যেতে, তা না হলে অহনার জীবনের আগের অজানা তথ্য ফাঁস করে দেবে। অহনা খুঁজে পায় না, তার জীবনের অজানা কী তথ্য আছে। একদিন অহনা খুন হয়। ঘটনা মোড় নেয় অন্যদিকে।

নাটকটিতে রাশেদ চরিত্রে মোশাররফ করিম এবং অহনা চরিত্রে দেখা যাবে জুঁই করিমকে। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘অনেক যত্ন করে সময় নিয়ে এ নাটকটির শুটিং করেছি। নাটকের গল্পের পাশাপাশি এর নির্মাণ কাজও প্রত্যাশা মতোই হয়েছে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’ জুঁই বলেন, ‘দারুণ গল্পের একটি নাটক এটি। চরিত্র অনুযায়ী অভিনয় করার চেষ্টা করেছি। আশা করি দর্শকের ভালো লাগবে।’ এটি ঈদের সাত দিন দীপ্ত টিভিতে প্রচার হবে।

স্বামী-স্ত্রী মোশাররফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম