Logo
Logo
×

আনন্দ নগর

বাংলাদেশ বেতারের পাঁচ অনুষ্ঠানে শাওন

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ বেতারের পাঁচ অনুষ্ঠানে শাওন

ছবি সংগৃহীত

অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও নির্মাতা হিসেবে জনপ্রিয় মেহের আফরোজ শাওন। করোনাকাল শুরু হওয়ার পর গত ছয় মাস কোনো কাজ করেননি। সম্প্রতি মিডিয়ার কাজে ফিরেছেন তিনি।

তবে গান, টিভি নাটক কিংবা পরিচালনায় নয়, বাংলাদেশ বেতারের পাঁচটি অনুষ্ঠানের কাজ করেছেন তিনি। গতকাল অনুষ্ঠানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়।

এগুলো হচ্ছে- মো. আল আমিন খানের প্রযোজনায় ‘সিনে রং’, দেওয়ান মোহাম্মদ আহসান হাবিব বাপ্পীর প্রযোজনায় ‘চোখের দেখা প্রাণের কথা’, নাজমুন শাকিবের প্রযোজনায় ‘মহানগর’, তনুজা মণ্ডলের প্রযোজনায় ‘উত্তরণ’ এবং উম্মে রুম্মানের প্রযোজনায় ‘ঘর-সংসার’। এসব অনুষ্ঠান প্রসঙ্গে

শাওন বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠানগুলোর রেকর্ডিং করা হয়েছে। প্রতিটি অনুষ্ঠানই ভালো লেগেছে। পাঁচটি অনুষ্ঠান পাঁচ রকমের। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’

এদিকে অনলাইনে টকশো ও বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ডেও যুক্ত থাকছেন এ তারকা। তবে দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন শাওন। ২০১০ সালে সর্বশেষ হুমায়ূন আহমেদের পরিচালনায় তিনি ‘নিশিকাব্য’ নামের একটি খণ্ড নাটকে অভিনয় করেছিলেন।

শাওন নাজমুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম