ভ্যালেন্টাইনসের নাটক ‘রূপার জামদানি’
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে সম্প্রতি নির্মিত হয়েছে ‘রূপার জামদানি’ নামের একটি নাটক। এটি রচনা করেছেন শারমিন শান্ত এবং পরিচালনা করেছেন আনিস রহমান। নাটকের গল্পে দেখা যাবে, গ্রাম থেকে শহরে আসা একটি ছেলে সোহেল। রূপা নামে একটি মেয়ে প্রায় দেখে ছিমছাম শান্তশিষ্ট সেই ছেলেকে। কেমন এক ধরনের মায়া হতো সোহেলের জন্য রূপার! দারুণ বন্ধুত্ব তৈরি হয় দু’জনের মধ্যে। টিউশনির টাকা জমিয়ে একটি জামদানি শাড়ি কিনেছিল সোহেল রূপাকে দেবে বলে; কিন্তু সেই জামদানি পরা রূপাকে সোহেল আর দেখে যেতে পারেনি। নাটকের সোহেল চরিত্রে অ্যালেন শুভ্র ও রূপা চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া। নাটকটি ১৪ ফেব্রুয়ারি রাত ১০টায় নাগরিক টিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানান।
