এসডি রুবেলের ঈদের চার গান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আগামী ঈদের জন্য চারটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী এসডি রুবেল। এর মধ্যে ‘তোমাকে দেখার পর’ শিরোনামের একটি গান লিখেছেন সুমন সরদার এবং সুর করেছেন অশোক পাল। ‘আবেগপ্রবণ হয়ে’ নামে আরেকটি গান লিখেছেন সাজ্জাদ হোসাইন এবং সুর করেছেন যথারীতি অশোক পাল। ‘তোর মাঝে বাঁচি আমি’ শিরোনামে অন্য গানটির কথা ও সুর এসডি রুবেলের। এ ছাড়া ‘আজ ঈদের বাঁকা চাঁদের হাসি’ নামে একটি গান লিখেছেন নুরে আলম এবং সুর করেছেন শিল্পী নিজেই। গানগুলো এসডি রুবেল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী।
