আনন্দী নিয়ে অপেক্ষায় তমা মির্জা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চিত্রনায়িকা হিসাবেই বেশি পরিচিতি তমা মির্জার। ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। তবে ইদানীং ব্যস্ত আছেন নাটকে অভিনয় ও উপস্থাপনা নিয়ে। এ অভিনেত্রী সম্প্রতি ‘আনন্দী’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এতে তাকে নাম ভূমিকায় দেখা যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্প ভালো না লাগলে কখনোই আমি কাজ করি না। এ ওয়েব সিরিজটির গল্প এবং আমার চরিত্র দুটিই গুরুত্বপূর্ণ। একটি মেয়ের জীবন সংগ্রাম এখানে তুলে ধরা হয়েছে। শুটিং অনেক আগেই শেষ হয়েছে। আমি এ ওয়েব সিরিজটি নিয়ে বেশ আশাবাদী। আশা করছি, দর্শক এটি পছন্দ করবেন।’ অন্যদিকে গত ঈদে একটি নাটকে অভিনয়ে দেখা গেছে এ চিত্রনায়িকাকে। এদিকে একাধিক ছবির কাজ হাতে রয়েছে তার। এগুলো হলো শাহওনেয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’, শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপ কাহিনী’ এবং আরিফুজ্জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। অভিনয়ের পাশাপাশি ‘মির্জাস ক্রিয়েশন’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন এ অভিনেত্রী। এখান থেকে নাটক ও ছবি নির্মাণ করবেন বলে জানিয়েছেন তিনি।
