Logo
Logo
×

আনন্দ নগর

বিজয় দিবসের বিশেষ আয়োজনে কণা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিজয় দিবসের বিশেষ আয়োজনে কণা

ফাইল ছবি

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবকে সামনে রেখে আসছে বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনের সামনে একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে। এশিয়াটিক ইভেন্ট আয়োজিত বিশেষ এ অনুষ্ঠানে গান করবেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এ প্রসঙ্গে কণা বলেন, ‘এবারের বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে যাচ্ছি। জন্মের পর থেকে যেসব গান শুনে বড় হয়েছি, বেড়ে উঠেছি, সেসব গানই গাইব আমরা সবাই। গানগুলোর নতুন করে সংগীতায়োজন করছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বাপ্পা মজুমদার দাদা। এরই মধ্যে আমরা রিহার্সেলেও অংশ নিয়েছি। আমরা এ অনুষ্ঠানটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। আশা করছি বিজয় দিবসের বিশেষ এ আয়োজনটি বেশ চমৎকার হবে।’

তিনি আরও জানিয়েছেন, এ অনুষ্ঠানে ‘চল চল চল’, ‘আমি কোথায় পাব তারে’সহ জনপ্রিয় কিছু গান এ অনুষ্ঠানে শিল্পীরা পরিবেশন করবেন। একই আয়োজনে আরও কয়েকজন সংগীতশিল্পী পারফরম করবেন। এদিকে আগামী ২৫ নভেম্বর রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে পারফরম করবেন কণা। এতে তার সঙ্গে উপস্থিত থাকবেন ইমরান। এ ছাড়া আগামী ২৫ ডিসেম্বরও একটি স্টেজ শোতে পারফরম করবেন তিনি। শীতের মৌসুমে তিনি স্টেজ শো নিয়েই ব্যস্ত থাকবেন বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে কণা বলেন, ‘করোনার কারণে গত দুই বছর কোনো ধরনের স্টেজ শো মনের মতো করতে পারিনি। যে কয়েকটি ইনডোর শো করেছি সেগুলোতেও ছিল অনেক বাধ্যবাধকতা। যদিও করোনা এখনো একেবারে নির্মূল হয়ে যায়নি। স্বাস্থ্যবিধি মেনেই আবার আগের ছন্দে ফেরার চেষ্টা করছি। আশা করছি পুরোনো ক্ষতি কাটিয়ে উঠতে পারব।’

এদিকে স্টেজ শোর পাশাপাশি নিয়মিত মৌলিক গান, সিনেমার গান এবং জিঙ্গেলেও ভয়েজ দিচ্ছেন এ সংগীতশিল্পী। কিছুদিন ইমরানের সঙ্গে ডুয়েট কণ্ঠে প্রকাশ হয়েছে রবীন্দ্রসংগীত ‘আমারো পরানো যাহা চায়’। এ ছাড়া ইউটিউবে এরই মধ্যে প্রকাশিত হয়েছে কণার ‘ফিরে যেতে চাই আমি’ গানটির মিউজিক ভিডিও।

স্বাধীনতা ৫০ বছর পূর্তি উৎসব বিজয় দিবস বিশেষ আয়োজন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম