ঢাকায় টনি ডায়েস ও প্রিয়া দম্পতি
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এক সময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। নৃত্যশিল্পী হিসাবে প্রিয়াও ছিলেন খুবই জনপ্রিয়। ভালোবেসে ঘর বেঁধে দীর্ঘদিন আগেই তারা পাড়ি জমিয়েছেন আমেরিকায়। এখন দেশটিই তাদের মূল ঠিকানা। বাংলাদেশে আসেন মাঝে মধ্যে। ব্যক্তিগত কাজ কিংবা কারও আমন্ত্রণে। এবারও এসেছেন এক সপ্তাহের জন্য। প্রযোজক, অভিনেত্রী করভী মিজানের নিমন্ত্রণেই মূলত এবার ঢাকায় এসেছেন সুখী এবং নন্দিত এ তারকা দম্পতি। করভী মিজানের ছেলের বিবাহোত্তর সবংর্ধনা ছিল ৪ ডিসেম্বর।
এতে অংশ নিতেই ঢাকা এসেছেন টনি প্রিয়া। এরই মধ্যে একটি প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধনেও সময় দেন তারা। দেশে আসা প্রসঙ্গে টনি ডায়েস বলেন, ‘করভী আপার সঙ্গে আমাদের সম্পর্ক পারিবারিক। তিনি যখন তার ছেলের অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ করলেন তখন না এসে থাকতে পারিনি। যদিও খুব অল্প সময়ের জন্য এসেছি, তারপরও ভীষণ ভালো লাগছে।’ প্রিয়া ডায়েস বলেন, ‘কারও না কারও সঙ্গে প্রতিদিনই দেখা হচ্ছে। আমি প্রচুর কথা বলছি। মনভরে কথা বলছি, আড্ডা দিচ্ছি। তবে করভী আপার ছেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করাটাই যেহেতু মূল উদ্দেশ্য ছিল, সেখানে থাকতে পেরে ভীষণ ভালো লেগেছে।’
