ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চলতি বছর নাট্যাঙ্গনের আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম বিষয় ছিল অভিনেতা অপূর্বের সংসারে বিচ্ছেদ ও নতুন বিয়ে।
দ্বিতীয় স্ত্রী অদিতির সঙ্গে ছাড়াছাড়ির পর আমেরিকা প্রবাসী শামাকে বিয়ে করে বেশ আলোচনায় ছিলেন জনপ্রিয় এ অভিনেতা। অভিনেত্রী শবনম ফারিয়াও স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান বছরের শেষভাগে।
চিত্রনায়িকা পরীমনি গ্রেফতার ও মাদককাণ্ডে নাট্যাঙ্গনের অভিনেত্রী পারসা ইভানাসহ কয়েকজনের নাম আসে গণমাধ্যমে। যদিও এগুলোর সত্যতা নিয়ে সন্দেহ রয়েই গেছে। অভিনেত্রী শখের বিয়ে এবং মা হওয়ার খবরও কাছাকাছি সময়ে প্রকাশ হয়েছে। ইভ্যালি কাণ্ডে শবনম ফারিয়া, তাহসান খান ও মিথিলাও ছিলেন বছর শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
