আফরোজা কনার দূরে কোথাও
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী আফরোজা কনা দীর্ঘ সময় ধরেই গানের জগতে বিচরণ করছেন। এ পর্যন্ত বেশকিছু গান প্রকাশ হয়েছে তার। সেই ধারাবাহিকতায় এবার তিনি প্রকাশ করছেন তার নতুন গান ‘দূরে কোথাও’।
এর কথা লিখেছেন ও সুর করেছেন আশরাফ উদাস। আগামী ফেব্রুয়ারি মাসেই গানটি প্রকাশ হবে বলে জানিয়েছেন আফরোজা কনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পেশায় শিক্ষক হলেও মনের টানেই গান করি। মানুষের কাছ থেকে প্রত্যাশাতীত সাড়াও পাই। সে কারণে নিয়মিত আছি গানের জগতে।
গান প্রকাশের এ ধারাবাহিকতা বজায় থাকবে।’ এদিকে তার কণ্ঠের আবৃত্তির ‘স্বপ্নগুলো আমার’ শিরোনামে কবিতার একটি অ্যালবাম শিগ্গির প্রকাশ হবে ফাহিম মিউজিক থেকে। তার লেখা ‘ভ্রমণ কাহিনি’ নামে একটি বই প্রকাশ হবে আগামী বইমেলায়। আজ এ শিল্পীর জন্মদিন।
এ উপলক্ষ্যে চ্যানেল টোয়েন্টিফোরে রয়েছে তার একটি অনুষ্ঠান। এ ছাড়া বিকালে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদে কবি সংসদের আয়োজনে তার জন্মদিন উদযাপিত একটি আনন্দ আড্ডায় যোগ দেবেন তিনি।
