Logo
Logo
×

আনন্দ নগর

ভালোবাসা দিবস উপলক্ষ্যে মীর সাব্বিরের বিশেষ উপহার

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ভালোবাসা দিবস উপলক্ষ্যে মীর সাব্বিরের বিশেষ উপহার

ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেতা হিসাবে। পরে নির্মাতা হিসাবেও নিজের পরিচয় শক্ত করেন মীর সাব্বির। নাটকের গণ্ডি পেরিয়ে সিনেমায়ও দেখিয়েছেন দক্ষতা। তার পরিচালিত প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’ মুক্তি পেয়েছে গত বছরের ৩১ ডিসেম্বর। সিনেমাটি মুক্তির এক মাস পূর্তিতে পরিচালক একটি বিশেষ ঘোষণা দিয়েছেন।

আগামী ভালোবাসা দিবসে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি রাজধানীর যমুনা বক্লবাস্টারে ‘রাত জাগা ফুল’ দেখার জন্য যারা একটি টিকিট কিনবেন, তার সঙ্গে আরেকটি টিকিট ফ্রি পাবেন। এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘প্রথমত এটি ব্লকবাস্টার কর্তৃপক্ষের পক্ষ থেকে ভালোবাসা দিবসের বিশেষ উপহার। আমরা দর্শকদের আরও বেশি করে সিনেমা দেখাতে চাই।

সে লক্ষ্যেই এমন একটি উপহার আমরা দর্শকদের দিচ্ছি। আশা করছি যারা এখনো সিনেমাটি দেখেননি তারাও সহজ উপায়ে সেটি দেখতে পারবেন।’ এদিকে নতুন বছরের প্রথম মাসেই ‘রাত জাগা ফুল’ সিনেমাটি দুটি পৃথক সংগঠন কর্তৃক বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে। ২২ জানুয়ারি বাবিসাস আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিনেমাটি সাত এবং ২৮ জানুয়ারি ‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে দুই ক্যাটাগরিতে পুরস্কার পায়। এসব প্রাপ্তি প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘আজ আমার সিনেমা মুক্তির এক মাস পূর্ণ হলো। এই এক মাসের মধ্যেই দুটি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছি।

বিষয়টি আমার অনেক বড় সম্মানের। আমি ভীষণভাবে কৃতজ্ঞ যারা আমাকে, আমার সিনেমাটিকে নানা ক্যাটাগরিতে পুরস্কৃত করেছেন। এসব প্রাপ্তি আমাকে আরও বেশি দায়িত্বশীল করে তুলছে। আগামীতে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হচ্ছি।’

মীর সাব্বির সিনেমা রাত জাগা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম