|
ফলো করুন |
|
|---|---|
ঈদ উৎসবকে কেন্দ্র করে ‘ঈদ মুবারক ঈদ’ শিরোনামে নতুন একটি গান করেছেন মুহিন খান, লিজা, মেহরাব ও আয়েশা মৌসুমী। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মুহিন খান। এর ভিডিওচিত্র ধারণ করা হয়েছে এফডিসিতে। গানটি আগামীকাল লাইভ এন্টারটেইনমেন্ট নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। শিল্পীরা জানিয়েছেন, এটি খুব উৎসবমুখর, রোমাঞ্চকর একটি গান। ঈদের দিন যে আয়োজন হয়, আনন্দ হয়- সেটাই এ গানের মূল বিষয়।
