Logo
Logo
×

আনন্দ নগর

আগুন পানি নিয়ে হাজির হচ্ছেন আসিফ আকবর

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আগুন পানি নিয়ে হাজির হচ্ছেন আসিফ আকবর

আসিফ আকবর। ফাইল ছবি

গত বছরের শুরুর দিকে কণ্ঠশিল্পী আসিফ আকবর প্রকাশ করেছেন গানের ভিডিও আগুন। এ গানের মাধ্যমেই পুরনো আসিফকে ভেঙে নতুন আসিফ হয়ে দর্শক শ্রোতাদের মাঝে হাজির হন তিনি। গানটিও বেশ জনপ্রিয়তা পায়। এরপর একের পর এক নতুন গান ভিডিও প্রকাশ করতে থাকেন এ শিল্পী।

চলতি বছরের মাঝামাঝি এসে বাংলা গানের এ যুবরাজ প্রকাশ করছেন ‘আগুন পানি’ শিরোনামে নতুন আরও একটি গান। ‘ভেব না আগুন নিয়ে তুমিই শুধু খেলতে পার, ভেব না ভালোবেসে তুমি হৃদয় ভাঙতে পার, আগুনের দেখেছ কী আগুন হয়ে জ্বলছি আমি, তুমি যাকে আগুন বল আমি তাকে বলি পানি’- এমন কথার গানটিতে কথা লিখেছেন এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুণ মুন্সী।

গানটি শিগগিরই দেশের আলোচিত সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে। নতুন এ গানে আসিফের সঙ্গে মডেল হয়েছেন জনপ্রিয় টিভি তারকা মৌসুমী হামিদ।

নতুন গান ও মিউজিক ভিডিও প্রসঙ্গে আসিফ আকবর বললেন, ‘গানটি একেবারেই অন্যরকম। তরুণ মুন্সীর করা সব গানই আমার প্রিয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মিউজিক ভিডিওটির কাজও সুন্দর হয়েছে। মৌসুমী হামিদ আর আমি এই প্রথম একসঙ্গে কাজ করলাম। আমাদের দু’জনেরই একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাটি দারুণ। মজার বিষয় হল ভিডিওতে আমি যে পিস্তলটি ব্যবহার করেছি তা বাংলাদেশের গর্ব কমনওয়েলথ স্বর্ণ জয়ী শুটার আসিফ হোসেন খানের। আসিফকে বিশেষ ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। ভালোবাসা তার জন্য।’

গানটির মডেল মৌসুমী হামিদ বলেন, ‘আমার প্রিয় শিল্পীদের মধ্যে আসিফ ভাই অন্যতম। ভালো লাগছে প্রিয় শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে। গানটিতে একেবারে ভিন্ন এক লুকে দেখা যাবে আমাকে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

আসিফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম