Logo
Logo
×

আনন্দ নগর

ওয়েব সিরিজে ব্যস্ত সাবিলা নূর

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। টিভি নাটকের অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছিলেন তিনি। তবে ইদানীং মনোযোগ দিয়েছেন ওয়েব কন্টেন্টের দিকে। বেশ কিছুদিন আগে ‘কষ্টনীড়’ নামে একটি ওয়েব ফিল্ম দিয়ে ওটিটিতে অভিষেক হয় তার। তারপর ‘সুগার ফ্রি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায়ও কাজ করেন। সম্প্রতি কাজ শেষ করলেন ‘মারকিউলিস’ নামে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি ওয়েব সিরিজের। এটি পরিচালনা করেছেন আবু শাহেদ ইমন। এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘ডিসেম্বর থেকে এ ওয়েব সিরিজের শুটিং শুরু হয়। এতে আমার চরিত্রের নাম জয়িতা। একেবারেই ভিন্ন এক লুকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আমি। চরিত্রটি ফুটিয়ে তুলতে টানা দুই মাস রিহার্সেল করেছি। এ ওয়েব সিরিজের পুরো ইউনিটের সবাই বেশ পরিশ্রম করেছি। আমার বিশ্বাস এটি প্রচারে আসার পর দর্শকের ভালো লাগবে।’ আগামী মাসে এ অভিনেত্রী নতুন আরেকটি ওয়েব সিরিজের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন। তবে এখনই বিস্তারিত বলেননি। এদিকে প্রতি বছরই ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে সাবিলা অভিনীত একাধিক নাটক প্রচারে আসত। এবার তা হয়নি। তাই এ অভিনেত্রীর কিছুটা মন খারাপ। তবে এ মন খারাপ পুষিয়ে দিতে চান আসন্ন ঈদুল ফিতরে। এরই মধ্যে ঈদের জন্য কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। শিগ্গির নতুন কয়েকটি নাটকের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম