Logo
Logo
×

আনন্দ নগর

‘হ্যালো...’

মায়েদের জন্য কোনো আলাদা দিবস লাগে না

Icon

হাসান সাইদুল

প্রকাশ: ১৪ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলা নাটকের প্রথিতযশা অভিনেত্রী দিলারা জামান। বিশেষ করে মায়ের চরিত্রে অনবদ্য তিনি। এখন অভিনয়ে নিয়মিত না হলেও একেবারেই ছেড়ে দেননি এ মাধ্যম। বিশ্ব মা দিবস উপলক্ষ্যে কাজও করেছেন। এ দিবস, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* আজ বিশ্ব মা দিবস। এ দিবস নিয়ে আপনার অভিমত কী?

** আসলে মায়েদের জন্য কোনো আলাদা দিবস লাগে না। এটি বিদেশি একটি সংস্কৃতি। তবু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এখন আমরাও মা দিবস পালন করি। তবে এটি জরুরি কিংবা গুরুত্বপূর্ণ কিছু নয়।

* প্রতি বছরই মা দিবস পালিত হয়ে আসছে। এর তাৎপর্য কিছু আছে কি?

** আমার কাছে প্রতিটি দিনই মা দিবস। বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক তো প্রতিদিনের। এখানে নতুন কোনো তাৎপর্য আছে বলে মনে হয় না। দিবস হিসাবে যেটি পালন করা হয় সেটি হয়তো যারা উদাসীন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেটাও কতটা তা প্রশ্নসাপেক্ষ। এ নিয়ে আমার কিছু বলারও আছে, শুনে হয়তো অনেকের মন খারাপ হবে।

* কী বলার আছে আপনার?

** আসলে এখন সবাই ব্যস্ত। ইন্টারনেটের ব্যাপ্তি ছড়িয়ে পড়ার পর থেকে বাস্তবিক বিষয়গুলো অনেকটা স্বপ্নের মতো হয়ে গেছে। সবাই ইন্টারনেটে ব্যস্ত। নিজের কাজ নিয়ে ব্যস্ত। এখন আর আগের মতো আত্মীয়তা কিংবা সরাসরি আড্ডার বিষয়টি খুব একটা দেখা যায় না। সেজন্য মা দিবস এলে তো সন্তানরা একদিন হলেও দেখা-সাক্ষাৎ করে। একটু ভিন্নভাবে নিজকে উপস্থাপন করার চেষ্টা করে। এদিক দিয়ে বলব-মা দিবস থাকতেই পারে। কিন্তু সার্বিকভাবে আমি যেটি বলি, প্রতিটি দিনই মায়ের, প্রতিটি দিনই সন্তানের।

* অনেকে তো তাদের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে...

** বৃদ্ধাশ্রমের কথা বললে বা মনে পড়লে বুকটা কেঁপে ওঠে। অভিনয়ের সুবাদে কয়েকটি বৃদ্ধাশ্রমে কাজ করতে হয়েছে আমাকে। সেখানে আমি অনেক বাবা-মাকে দেখেছি কীভাবে দিনাতিপাত করছেন। এখানে একটি পজেটিভ বিষয় আছে। সেটি হচ্ছে, অনেক মা-ই সন্তানের কাছে বোঝা মনে হয়। সেজন্য নিজের কাছে রাখলেও তেমন সেবা যত্ন করে না। এ বিষয়টি বৃদ্ধাশ্রমে নেই। এখানে সবাই মোটামুটি সেবা যত্নে থাকে। যদিও আপন মানুষ ছেড়ে থাকা হয়। অন্যথায় আমি বলব বৃদ্ধাশ্রম একটি কষ্টকর বিষয়। আমি চাই বাবা-মা সন্তানের কাছে থাকুক দুধে ভাতে।

* পর্দায় যখন মা হিসাবে আসেন, কেমন লাগে দেখে?

** আসলে আমি যখন অভিনয় করতে যাই এবং মায়ের চরিত্রে অভিনয় করি তখন সত্যিই মা হয়ে অভিনয় করি। নিজের কাছে বাস্তব লাগে। যারা আমার সন্তানের চরিত্রে অভিনয় করে তারাও আমাকে সেভাবে সম্মান দেখায়। নাটক দেখলে নিজের কাছে ভালোই লাগে।

* মা দিবস উপলক্ষ্যে আপনার ব্যস্ততা কী?

** মা দিবস উপলক্ষ্যে একটি নাটকে কাজ করেছি। সুন্দর কাজ হয়েছে। কোথায় প্রচার হবে জানি না। আশা করি দর্শক পছন্দ করবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম