Logo
Logo
×

আনন্দ নগর

ক্যারিয়ারের সুসময়ে তানিয়া বৃষ্টি

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এক দশকেরও বেশি সময় অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত তানিয়া বৃষ্টি। বলা যায় নাট্যজগতে অপ্রতিদ্বন্দ্বী এক অভিনেত্রী তিনি। গত দুই ঈদে নিজের অভিনীত নাটক দিয়ে দর্শকের দৃষ্টি ফেরাতে বাধ্য করেছেন তিনি। রোজার ঈদে সাগর জাহানের ‘ছোবল’, মাবরুর রশীদ বান্নাহর ‘কবিতার চার লাইন’ ও এমএনইউ রাজুর ‘আইসিইউ’ নাটকে দারুণ অভিনয় করেছেন। কুরবানির ঈদেও তিনি সকাল আহমেদের ‘আড়াই তালাক’, ‘সব দোষ হোসেন আলীর’ ও জাকিউল ইসলাম রিপনের ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’ নাটকে অনবদ্য অভিনয় করে আলোচনার শীর্ষে আসেন। বলা যায় দুই ঈদে তার ভাগ্য ছিল সুপ্রসন্ন। ক্যারিয়ারে সুসময়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘সত্যি কথা বলতে কী পিনিকেই ঝিনিক নাটকটি প্রচার হওয়ার পর থেকেই যেন প্রযোজক পরিচালকদের আমার প্রতি আস্থা বেড়েছে। তারা বিশ্বাস করতে শুরু করলেন যে, আমাকে দিয়ে যে কোনো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করানো সম্ভব। আমিও গল্প ও চরিত্রের প্রতি আরও একটু মনোযোগী হয়ে উঠি। যার ফলে রোজার ঈদে তিনটি ভালো কাজ প্রচারে আসে, আমি দারুণ সাড়া পাই। আর কুরবানির ঈদেও আরও তিনটি কাজ যেন দর্শকের ভালোবাসায়, কাছের মানুষদের প্রশংসায় মন ভরিয়ে দেয়। আমি কৃতজ্ঞ দর্শক, প্রযোজক, পরিচালক ও সহকর্মীদের কাছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম