চলচ্চিত্রের আইটেম গানে আয়েশা মৌসুমী
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রায় চলচ্চিত্রেই আইটেম গান এখন অপরিহার্য হয়ে উঠেছে। হঠাৎ করেই ছবির মাঝে বিশাল আয়োজনে আবেদনময়ী একটা গান থাকা চাইই। শুটিং চলতি ‘বয়ফ্রেন্ড’ ছবিতেও রাখা হয়েছে এমন একটি আইটেম গান। এ গানটিতে সম্প্রতি কণ্ঠ দিলেন হালের রক ধারার ফোক গানের শিল্পী আয়েশা মৌসুমী। গানটির শিরোনাম ‘যাবো রে পুড়ে। লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও মিউজিক করেছেন শাহরিয়ার রাফাত। ছবিতে গানটির সঙ্গে নাচবেন আইটেম গার্ল তন্বী। নতুন প্লে ব্যাক প্রসঙ্গে আয়েশা মৌসুমী বলেন, ‘গানটি ফোক ও রক ধাঁচের। দর্শক এখন যে ধরনের আইটেম গান চান এটা সে রকমই। গানটি দর্শক-শ্রোতার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ বয়ফ্রেন্ড ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তাসকীন রহমান ও নবাগত সৌমী। একজন ক্রিকেটারের প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। পরিচালনা করছেন উত্তম আকাশ। এদিকে আয়েশা মৌসুমী ঈদে প্রকাশের জন্য আরও কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন।
