Logo
Logo
×

আনন্দ নগর

অভিনয়ই যে পরিবারের পেশা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার, দু’জনেই অভিনয়শিল্পী। দেশি বিনোদন মিডিয়ায় কাজ করছেন দীর্ঘদিন। ব্যক্তিগত জীবনে তারা স্বামী-স্ত্রী। তাদের সন্তান ইয়াশ রোহানও অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। নিয়মিত কাজ করছেন নাটক ও সিনেমায়। পরিবারের তিন সদস্য ‘স্বপ্নজাল’ নামে একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। অভিনয়ের ক্ষেত্রে বাবা-মা দু’জনেই ছেলেকে উৎসাহ দিয়েছেন, দিয়ে যাচ্ছেন। তবে কাজের জন্য কোথাও তদবির করেন না। ইয়াশ নিজের যোগ্যতায় তার ক্যারিয়ার তৈরি করবে, এটাই তাদের ইচ্ছা। ছেলে প্রসঙ্গে নরেশ ভূঁইয়া বলেন, ‘আমি ইয়াশকে অনেক বড় স্টার নয়, একজন বড় অভিনেতা হিসাবেই দেখতে চাই। খুশি হব সে অভিনেতা হিসাবেই যদি স্বীকৃত হয়।’ শিল্পী সরকার অপু বলেন, ‘ইয়াশের মা, এটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। বুকটা গর্বে ভরে যায় তখন। ছেলের অভিনয় দেখি। ভালো লাগে। সে অনেক বড় অভিনেতা হবে, এটাই আমাদের আশা।’ ইয়াশ রোহান বলেন, ‘আমার বাবা-মা এ ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন বলেই কিন্তু আমি একটি প্ল্যাটফর্ম পেয়েছি। তবে এটাও সত্যি, আমি যার ছেলেই হই না কেন, যদি ভালো অভিনয় করতে না পারি, তাহলে কেউই কাজ দেবে না। তাই, শুরুটা সহজ থাকলেও এরপর বাকি পথচলা কঠিন এবং চ্যালেঞ্জিং।’

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম