ঈদের আগেই প্রকাশ পেল সাবিলার ‘মুমতা’
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুর। ২০২৩ সালের শেষের দিকে নতুন বেশ কয়েকটি নাটকের ঘোষণা দিয়েছিলেন এ অভিনেত্রী। যার মধ্যে একটা মারুফ হোসেন সজীব পরিচালিত ‘মুমতা’। শুরুতে ঈদের সময় প্রকাশের কথা জানালেও এটি সম্প্রতি মুক্তি পেয়েছে একটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে। এতে একজন নার্সের চরিত্রে দেখা গেছে সাবিলাকে। সাসপেন্স ড্রামা ঘরানার এ নাটকে স্বাস্থ্যকর্মীর নানা সংগ্রামের গল্প ফুটে উঠেছে। এ চরিত্রে অভিনয় প্রসঙ্গে সাবিলা বলেন, ‘যখন নাটকটির পোস্টার প্রকাশ পেয়েছিল, তখনই তা ব্যাপক সাড়া পেয়েছিল। এতে বেশ শক্তিশালী একটা গল্প রয়েছে। আশা করি তা দর্শকদের ভালো লাগবে।’ এদিকে গত ভালোবাসা দিবসের কোনো নাটকে অভিনয় করতে দেখা যায়নি সাবিলাকে। ২০২৪ সালে করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু আদৌও ভালোবাসা দিবসের কোনো নাটকে তিনি অভিনয় করেছেন কিনা তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছুই জানাননি সাবিলা।
