প্রকাশের অপেক্ষায় আফরোজা কণার নতুন চার গান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আফরোজা কণা, আধুনিক ও ফোক গানের শিল্পী। পেশায় শিক্ষক, দেশসেরা শিক্ষক হয়েছেন তিনবার। কিন্তু গানের প্রতিও রয়েছে তার অদম্য টান। সে টানেই গান করেন নিয়মিত। বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীতে তালিকাভুক্ত শিল্পী তিনি। সম্প্রতি নতুন চারটি গান নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। চারটি গানেরই কথা লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন আশরাফ উদাস। ফেব্রুয়ারিতে একটি ইউটিউব চ্যানেল গানগুলোয় ক্রমান্বয়ে অবমুক্ত হবে। এসব গান প্রসঙ্গে আফরোজা কণা বলেন, ‘চারটি গানেরই কথা, সুর ও সংগীত দারুণ। আমার শ্রদ্ধেয় গুরুজি আশরাফ উদাস এগুলোর স্রষ্টা। মূলত ফোক গান এগুলো, সঙ্গে রয়েছেন আধুনিকতার ছোঁয়া। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’ গান ছাড়াও আবৃত্তি, উপস্থাপনা, অভিনয়, লেখালেখি এসব মাধ্যমেও জড়িত কণা। টেলিভিশন ও রেডিওতে নিয়মিত উপস্থাপনা করেন। এছাড়া তার লেখা ৬টি গ্রন্থ এরই মধ্যে প্রকাশিত। এবারের বইমেলায়ও একটি নির্বাচিত কাব্যগ্রন্থ প্রকাশ হবে। এদিকে আজ আফরোজা কণার জš§দিন। দিনটি তিনি ব্যস্ততার সঙ্গে কাটাবেন বলে জানিয়েছেন। অংশ নেবেন একাত্তর টেলিভিশন, এবিসি রেডিও, লেখক চক্র, গান কবিতার সংগঠন সুরঞ্জনার আয়োজনে।
