মিঠুনের অসুস্থতা নিয়ে ছেলের ভিন্ন তথ্য
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি। শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতের প্রখ্যাত এ অভিনেতা। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গেছে, শনিবার সকালে সোহমের প্রযোজনায় নির্মিতব্য ‘শাস্ত্রী’ নামে একটি সিনেমার শুটিং করতে সেটে হাজির হন মিঠুন। সেখানেই বুকে ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গে তাকে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন। ভারতের গণমাধ্যম জানিয়েছে, ব্রেন স্ট্রোক করেছেন মিঠুন। এদিকে তার বর্তমান অবস্থা প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অভিনেতার শরীরের ডান দিকের ওপর ও নিচের অংশে ব্যথা নিয়ে সকালে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তার মস্তিষ্কের এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা এবং রেডিওলজি বিভাগের পরীক্ষা-নিরীক্ষার করা হয়েছে। তার মস্তিষ্কের ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট (স্ট্রোক) ধরা পড়েছে। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সচেতন এবং ভালো আছেন।’ ভারতীয় গণমাধ্যমে অভিনেতার গুরুতর অসুস্থতার বিষয়টি অস্বীকার করেছেন তার ছেলে মিমোহ। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘যতটা প্রচার করা হচ্ছে ততটা অসুস্থ নন মিঠুন। তিনি শতভাগ সুস্থ। তাকে রেগুলার চেকআপের জন্য হাসপাতালে রাখা হয়েছে।’ এদিকে অসুস্থ মিঠুনকে দেখতে হাসপাতালে গিয়েছেন কলকাতার অভিনেতা দেব, সোহম, দেবশ্রী রায়, বিশ্বনাথ বসুসহ অনেকে।
শনিবার রাতেই মিঠুনের সর্বশেষ অবস্থা সম্পর্কে কথা বলেন দেব। তিনি জানান, ‘মিঠুন দা ভালো আছেন। সুস্থ আছেন, চিন্তার কিছু নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি উনি যেন দ্রুত সেরে ওঠেন।’ মূলত অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে সোহম চক্রবর্তীই মিঠুনকে এনে হাসপাতালে ভর্তি করান। নিয়মিত খোঁজখবরও রাখছেন তিনি। উল্লেখ্য, মিঠুন বর্তমানে জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে বানানো সিনেমা ‘শাস্ত্রী’তে অভিনয় করছেন। এটি পরিচালনা করছেন পথিকৃৎ বসু। সর্বশেষ তাকে সুমন ঘোষ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমায় দেখা গিয়েছিল।
