|
ফলো করুন |
|
|---|---|
বর্তমান প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে বেশ মেধাবী মনি চৌধুরী। গান গাওয়ার পাশাপাশি লেখা ও সুরের কাজও তিনি নিজে করেন। বিশেষ করে প্রবাসীদের জন্য গান গেয়ে বেশ প্রশংসিত এ সংগীতশিল্পী। সম্প্রতি তিনি ‘প্রবাসীর মাইয়া’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ করেছেন। যথারীতি এ গানের কথা, সুর ও কণ্ঠ নিজেরই। সংগীতায়োজন করেছেন ওয়াহেদ শাহীন। ভিডিও পরিচালনা করেছেন মনি চৌধুরী। এ গান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাবা প্রবাসী। তাই প্রবাসীদের নিয়ে গান করতে আমার বেশ ভালো লাগে। এর আগে তাদের নিয়ে করা একাধিক গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আশা করছি এ গানটিও সবার ভালো লাগবে।’ এদিকে নতুন আরও কয়েকটি গান নিয়েও কাজ করছেন বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী।
