Logo
Logo
×

আনন্দ নগর

‘নীল চক্র’ শেষ করলেন মন্দিরা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কথা ছিল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নীল চক্র’। নির্মাতা মিঠু খান সিনেমাটি নিয়ে এমন আওয়াজই দিয়েছিলেন। কিন্তু সবে এ সিনেমার ডাবিং শেষ করেছেন নায়িকা মন্দিরা চক্রবর্তী। ফলে বোঝাই যাচ্ছে, ঈদে আসছে না সিনেমাটি। এ সিনেমায় মন্দিরা জুটি বেঁধেছেন আরেফিন শুভর সঙ্গে। এটি নায়িকার ক্যারিয়ারে দ্বিতীয় সিনেমা। এ প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘নীল চক্রে আমার চরিত্রে অনেক মনোযোগী থেকে, সতর্ক থেকে অভিনয় করার চেষ্টা করেছি। আরিফন শুভ ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমি খুবই আশাবাদী নীলচক্র সিনেমাটি নিয়ে।’ এদিকে শিগগিরই নতুন আরও একটি সিনেমার ঘোষণা আসছে বলে জানিয়েছেন এ নায়িকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম