Logo
Logo
×

আনন্দ নগর

হৈমন্তীর ইতিকথা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রবীন্দ্রনাথের গল্প থেকে বাংলাদেশে অনেক নাটক, টেলিফিল্ম হলেও সিনেমা হয়েছে মাত্র কয়েকটি। এবার ‘হৈমন্তী’ ছোটগল্প অবলম্বনে ‘হৈমন্তীর ইতিকথা’ নির্মাণ করলেন মির্জা সাখাওয়াৎ হোসেন। আগামী ২৬ জুলাই সিনেমাটি মুক্তি পাচ্ছে। নির্মাতা জানিয়েছেন, কবিগুরুর ‘হৈমন্তী’ ছোটগল্পটি দীর্ঘ সময় ধরে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকায় এ গল্প সম্পর্কে অনেকের জানা। এ গল্পে যেমন উঠে এসেছে যৌতুক প্রথার ভয়াবহ রূপ, একজন নবীন গৃহবধূর নিষ্ঠুর নির্মম মানসিক যন্ত্রণার উপাখ্যান, তেমনি উঠে আসে একটি পরিণত বয়সের স্বামী-স্ত্রী যুগোলের যাপিত জীবনের কামনা বাসনা প্রেম রোমাঞ্চের অনবদ্য কিছু মুহূর্ত। মির্জা সাখাওয়াৎ হোসেন বলেন, ‘শত-বছর আগের এ গল্পের পোশাক-পরিচ্ছদ এবং পরিবেশ তৈরি করে চিত্রায়ণ ছিল বেশ জটিল। এ সব কিছুই অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সঙ্গে আয়োজন করতে হয়েছে। ইতোমধ্যে আনকাট সেন্সর সনদপত্র পেয়েছি। সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যরা সিনেমাটির প্রশংসা করেছেন।’ এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা ঐশিকা ঐশি। অপু চরিত্র করেছেন চিত্রনায়ক সাইফ খান।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম