প্রকাশের অপেক্ষায় আনোয়ারের নতুন গান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘ বিরতির পর আবারও নতুন গান নিয়ে ফিরছেন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা থেকে উঠে আসা গায়ক আনোয়ার হোসেন। ‘কোন চাবিতে খোলা যাবে তোর মনেরি তালা, আমার নেই তো জানা-এমন কথায় গানটি লিখেছেন শিল্পী নিজেই। সুর করেছেন রাজেশ ঘোষ এবং সংগীতায়োজন করেছেন মনা সেন। শিল্পী জানিয়েছেন, গানটি মূলত ফোক ধারার সঙ্গে সেমিক্লাসিকেল রূপ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আনোয়ার বলেন, ‘মূলত গানটি লিখেছিলাম লালন শিল্পী শফি মন্ডলের জন্য। কিন্তু ব্যস্ততার জন্য তিনি সময় দিতে না পারায় অবশেষে আমিই গাইবার সিদ্ধান্ত নিলাম। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। চলতি মাসেই আমার নিজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করব।’ এদিকে এর আগেও শিল্পীর দুটি একক অ্যালবাম ‘চোখের জলে মনে পড়ে’ ও ‘একলা পৃথিবী’ প্রকাশ হয়েছে মিউজিক প্রতিষ্ঠান সঙ্গীতার ব্যানারে। তিনি জানিয়েছেন, ‘মায়াবিনী’ ও ‘বলছি আমি’ শিরোনামের দুটি গান টানা কয়েক সপ্তাহ জিপি মিউজিক ও জিপি ওয়েলকাম টিউনে শীর্ষ এক ও দুইয়ে ছিল।
