জয় বাংলা কনসার্ট বয়কট করল দেশের একাধিক ব্যান্ড
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আসন্ন জয় বাংলা কনসার্ট বয়কট করেছে দেশের জনপ্রিয় একাধিক ব্যান্ড। আগামীতে আর কখনোই এ কনসার্টে গান গাইবেন না বলে জানায় দলগুলো। তাদের মধ্যে রয়েছে ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস, নেমেসিস, শিরোনামহীন, বাংলা ফাইভ ব্যান্ডের সিনা হাসান ও পপাই বাংলাদেশ। এ প্রসঙ্গে ব্যান্ডদল ক্রিপটিক ফেইট জানায়, “অনেকেই প্রশ্ন করছেন, আপনারা জয় বাংলা কনসার্ট করবেন? যে ব্যান্ড দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায় ও অবিচার নিয়ে গান করে, সে কীভাবে এখন চিন্তা করে যে সামনের জয় বাংলা কনসার্টে বাজাবে? তাই প্রশ্নের উত্তর ‘না’।” এরপর একই সুর তোলে আরেক ব্যান্ড অরবোভাইরাস। তারা জানায়, ‘আর কখনই জয় বাংলা কনসার্টে পারফর্ম করবে না আরবোভাইরাসের দল।’
একইভাবে কনসার্ট বয়কট করার ঘোষণা দিয়েছে ব্যান্ড নেমেসিস। তারা জানায়, গত দুই সপ্তাহে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে জয় বাংলা কনসার্টে পারফর্ম করার সিদ্ধান্ত থেকে সরে আসছে দলটি। নেমেসিস’র ভাষ্য, ‘আমরা আর কখনই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না। বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারণ আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি গড়তে চাই। তাই কথা বলা থামানো যাবে না, অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না। আপনারা করছেন, আমরা করছি, আরও অনেক মানুষ করবে। সময় লাগতে পারে, কিন্তু সবাই জেগে উঠছে।’
ভবিষ্যতে জয় বাংলা কনসার্ট প্রত্যাখ্যান করবে জানিয়ে শিরোনামহীন ব্যান্ডের তরফ থেকে বলা হয়, ‘একটা তথ্য সবাইকে জানাতে চাই। গত সাত বছর ধরে কোনো জয় বাংলা কনসার্টে পারফর্ম করেনি শিরোনামহীন। আসলে শিরোনামহীনকে আমন্ত্রণ-ই জানানো হয়নি। যে কনসার্টে আমাদেরকে আমন্ত্রণ-ই জানানো হয় না, সেই কনসার্টকে বয়কট করে হাততালি কুড়ানোর সুযোগটা আসলে আমাদের নেই। যারা নিয়মিত পারফর্ম করতেন তাদের অনেকেই কনসার্টটি বয়কট করেছেন। তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আর ভবিষ্যতে আমাদের আমন্ত্রণ জানানো হলেও আমরা সেটা প্রত্যাখ্যান করব; এ তথ্যটাও আপনাদের দিয়ে রাখলাম।’
এ ব্যান্ডগুলো ছাড়াও চলমান এ পরিস্থিতির কারণে আরও বেশ কয়েকজন সংগীতশিল্পী জয় বাংলা কনসার্টে পারফর্ম করা থেকে সরে আসার কথা জানিয়েছেন। এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। সম্প্রতি তারা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবৃতি দেয়। ‘আমরা রক্তপাত চাই না, হানাহানি চাই না’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের ছাত্রসমাজ যে আন্দোলন করেছে, তাতে গত কয়েকদিনের রক্তপাত ও হানাহানির ঘটনায় বামবা গভীর উদ্বেগ জানাচ্ছে ও দুঃখ প্রকাশ করছে। কোটা সংস্কারের প্রশ্নে ছাত্রদের দাবিটি যুক্তিযুক্ত। অতএব, এর পরিপ্রেক্ষিতে যে রক্তপাত, প্রাণহানী ও সহিংসতা তা কোনোমতেই মেনে নেওয়া যায় না।’ আরও উল্লেখ করা হয়, ‘আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আমরা মনে করি, সহিংসতা চলতে থাকলে তা পরিস্থিতিকে আরও বেশি সংকটপূর্ণ করে তুলবে। তাতে আমাদেরই জানমালের ক্ষতি হবে।
অনুরোধ জানিয়ে বামবা আরও বলে, আমরা সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আর একটি জীবনও যেন ঝরে না যায়, আর একটি হানাহানির ঘটনাও যেন না ঘটে, সে ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’ আন্দোলনে নিহতদের স্মরণে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘আমরা এ আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এই জয় বাংলা কনসার্ট আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা। এটি প্রতি বছর মার্চ মাসে আয়োজন করা হয়ে থাকে।
