Logo
Logo
×

আনন্দ নগর

নিজ বাড়িতে গুলিবিদ্ধ বলিউড অভিনেতা গোবিন্দ

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক গোবিন্দ। গতকাল সকালে পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন এ অভিনেতা ও রাজনীতিবিদ। তার গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই মুম্বাইতে শোরগোল ওঠে। যেহেতু তিনি শিবসেনা নেতা, তাই এ ঘটনা রাজনৈতিক প্রতিপক্ষের কিনা সেটা নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু ঘটনা ছিল ভিন্ন। আর সেটা পরিষ্কার করেছেন গোবিন্দের ম্যানেজার। মূলত নিজের ব্যবহৃত পিস্তল পরিষ্কার করতে গিয়ে গতকাল সকালে ভুলবশত গুলি বেরিয়ে গিয়ে সেটা গোবিন্দর পায়ে বিদ্ধ হয়। সঙ্গে সঙ্গেই অভিনেতাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাজনৈতিক কাজে গোবিন্দ কলকাতা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি তার লাইসেন্স করা রিভলভারটি পরিষ্কার করে আলমারিতে রাখছিলেন, ঠিক এ সময় সেটি হাত থেকে পড়ে যায় এবং একটি গুলি বেরিয়ে তার পায়ে লাগে। গুলি বের করে দিয়েছেন এবং এখন ভালো আছেন।’ এখন পর্যন্ত এ বিষয়ে অভিনেতার কোনো মন্তব্য পায়নি ভারতীয় গণমাধ্যম। যদিও এ ঘটনা মুম্বাইয়ের জুহু পুলিশ তদন্ত করে দেখছে, আসলেই এটি দুর্ঘটনা কিনা। উল্লেখ্য, গোবিন্দা ২০০৪ সালের ভারতের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে পাঁচ বছর কংগ্রেসের সংসদ-সদস্য ছিলেন এ অভিনেতা। সম্প্রতি তিনি কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম