Logo
Logo
×

আনন্দ নগর

হ্যালো...

সিনেমায় নিয়মিত কাজ করতে চাই

Icon

রিয়েল তন্ময়

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টিভি নাটক ও অনলাইন কনটেন্টে নিয়মিত অভিনয় করছেন ইরফান সাজ্জাদ। ছয় বছরের বিরতির পর গতবছর থেকে আবারও সিনেমায় কাজ শুরু করেছেন। সম্প্রতি তার অভিনীত একটি সিনেমা সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে আরও সিনেমা। এসব নিয়েই আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

* সম্প্রতি আপনার অভিনীত ‘ভয়াল’ নামে একটি সিনেমা ছাড়পত্র পেয়েছে। কেমন অনুভূতি?

** আমাদের সেন্সর বোর্ড অনেক দিন ধরেই অকার্যকর ছিল। সবাই অপেক্ষায় ছিলাম নতুন বোর্ড কবে কাজ শুরু করবে। অবশেষে কাজ শুরুর পরই আমার অভিনীত ‘ভয়াল’ ছাড়পত্র পেয়েছে। সেটি এক অন্য রকম অনুভূতি। শুনেছি সিনেমাটি এ গ্রেডে (প্রাপ্তবয়স্কদের) জন্য ছাড়পত্র পেয়েছে।

* কেন প্রাপ্তবয়স্কদের জন্য ছাড়পত্র পেয়েছে এটি?

** সিনেমার গল্পে সমাজের কিছু ম্যাচিউরড বিষয় দেখানো হয়েছে। শেষ পর্যন্ত গল্পটি এমন একটি পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে, বিষয়টি আমাদের সমাজের জন্য স্পর্শকাতর। এ কারণেই হয়তো সবার জন্য উন্মুক্ত না করে প্রাপ্তবয়স্কদের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাই। আমারও মনে হয়েছে, সিদ্ধান্তটি ভালো। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।

* একই নির্মাতার আরও একটি সিনেমায় অভিনয় করেছেন। সেটির কী খবর?

** ‘আলী’ নামে আরও একটি সিনেমার কাজ করেছি। তবে ‘ভয়াল’র আগেই কিন্তু এ সিনেমার কাজ করেছি। এটি পুরোপুরী প্রস্তুত না থাকায় ‘ভয়াল’ আগে সেন্সরে পাঠানো হয়। তবে ‘আলী’ সিনেমাও শিগ্গির সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে। কোনটি আগে মুক্তি পাবে, সেটা নির্ভর করছে নির্মাতা-প্রযোজকদের ওপর। ব্যক্তিগতভাবে আমি চাই, দুটি সিনেমাই কাছাকাছি সময়ে মুক্তি পাক।

* আর কোনো সিনেমা আছে হাতে?

** গত জুন মাসে সোহেল আরমানের ‘সংবাদ’ নামে একটি সিনেমায় যুক্ত হয়েছিলাম। প্রথম লটের শুটিংও করেছি। প্রযোজক অসুস্থ হওয়ায় গ্যাপ সৃষ্টি হয়। এরপর দেশের সার্বিক অবস্থার কারণে শুটিং করা যায়নি। সময়নির্ভর সিনেমার কাজে প্রস্তুতির বিষয় থাকে। তাই একটু সময় লাগছে। পরিচালকের সঙ্গে কথা হয়েছে, তারা বাকি অংশের শুটিংয়ের পরিকল্পনা করছেন। আশা করছি, চলতি বছরেই শেষ হয়ে যাবে।

* সিনেমায় কি এখন নিয়মিত হবেন?

** নাটকের কাজ কিন্তু কমিয়ে দিয়েছি এখন। অভিনয়শিল্পী হিসাবে সিনেমায় নিয়মিত কাজ করতে চাই। কারণ, দিনশেষে সিনেমাটা থেকে যায়। এখন এত নাটক হচ্ছে, কিন্তু মনে রাখার মতো কাজ কম হচ্ছে। আমি নাটকের মানুষ, তাই এ মাধ্যম একেবারেই ছেড়ে যেতে পারব না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম