Logo
Logo
×

আনন্দ নগর

সিনেমার নাম কেন ‘কিং’ জানালেন শাহরুখ

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনেমার নাম কেন ‘কিং’ জানালেন শাহরুখ

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

পাঁচ বছর বিরতির পর ২০২৩ সালে পর্দায় ফিরেই বাজিমাৎ করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। ‘পাঠান’, ‘জওয়ান’ ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়েছেন। বছরের শেষ দিকে ভিন্ন ট্র্যাকের ‘ডাঙ্কি’ দিয়ে পুরনো ধারার ফিরেছেন। এটিও ছিল হিট সিনেমা। এরপর চলতি বছর পুরোটাই পর্দার বাইরে কাটাচ্ছেন।

তবে কাজ করছেন নতুন সিনেমার। মেয়ে সুহানা খানকে বড় পর্দায় তুলে ধরতে হাতে নিয়েছেন নতুন প্রজেক্ট। নাম ‘কিং’। যেখানে শাহরুখকেও দেখা যাবে। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে বলে জানা গেছে। সম্প্রতি শাহরুখ জানিয়েছেন, এ সিনেমার নাম কেন ‘কিং’ রেখেছেন। নিজের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে একটি ক্লোজড ডোর পার্টি রেখেছিলেন অভিনেতা। সেই অনুষ্ঠানে ‘কিং’ নিয়ে কথা বলেছেন বলিউড বাদশা।

যুক্তরাষ্ট্র থেকে আসা এক নারীর প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সিনেমার নাম কিং কেন রেখেছেন। অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘আমি ভারতকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি, যা আগে অসম্ভব ছিল। আমি মনে করি ভারত, ভারতীয় উপমহাদেশ, এখানের লোকেরা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, যা আমি ভাবিওনি কখনো সম্ভব হবে। আমি এখন আমার সিনেমার নাম ইংরেজিতে রাখি, যাতে আমেরিকার মানুষ বুঝতে পারে, এর অর্থ কী।’ উল্লেখ্য, ‘কিং’ সিনেমাটি ২০২৬-এর মাঝামাঝি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি পরিচালনা করছেন সুজয় ঘোষ।

শাহরুখ খান বলিউড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম