Logo
Logo
×

আনন্দ নগর

আঁখির নতুন গানে মডেল হলেন অলংকার

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আঁখির নতুন গানে মডেল হলেন অলংকার

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের নতুন একটি গানের ভিডিওতে মডেল হয়েছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী অলংকার চৌধুরী। গানের শিরোনাম ‘জানের জান’। এটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীতায়োজন করেছেন পুণম মিত্র। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘গানটির কথামালা খুব সুন্দর। আমার ভালো লেগেছে। রোমান্টিক রিদমিক একটি গান। সুর সংগীতও দারুণ হয়েছে। মিউজিক ভিডিওতে ড্যান্স পার্টটা এক কথায় দারুণ। এ গানটিতে আমাকে নতুনভাবে পাবেন শ্রোতা-দর্শক। এ গানের পুরো টিমের জন্য ভালোবাসা রইল।’

অলংকার চৌধুরী বলেন, ‘ছোট্টবেলায় স্কুলে আঁখি আপার গানে পারফর্ম করেছিলাম। বড় হয়ে যে তারই গানের মডেল হব এটা কল্পনাও করিনি কখনো। সেদিক বিবেচনায় তার মতো গুণী, সুন্দরী, বিনয়ী আর সদা হাস্যোজ্জ্বল একজন শিল্পীর গানে মডেল হওয়ার বিষয়টি আমার পরম সৌভাগ্য হিসাবেই আমি বিবেচনা করছি। ধন্যবাদ সবাইকে।’ গানটি শিগ্গির রঙ্গন মিউজিক নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানা গেছে।

আঁখি আলমগীর অলংকার চৌধুরী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম