তিন দায়িত্বে এসডি রুবেল
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সংগীতশিল্পী হিসাবেই পরিচিত এস ডি রুবেল। তবে অভিনয় ও সিনেমা পরিচালনাও করেছেন তিনি। ২০২৩ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম সিনেমা ‘বৃদ্ধাশ্রম’। এবার এ সংগীতশিল্পী তার পরিচালিত দ্বিতীয় সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। সরকারি অনুদানের এ সিনেমাটির নাম ‘নীল আকাশে পাখি উড়ে’। ইতোমধ্যেই সিনেমার গান নিয়ে কাজ করছেন তিনি। শেষ করেছেন তিনটি গানের রেকর্ডিং। সিনেমার সবকটি গানের কথা ও সুর তিনি নিজেই করেছেন। এ প্রসঙ্গে রুবেল বলেন, ‘জানুয়ারি থেকেই সিনেমার শুটিং শুরু করব। এখন অভিনয়শিল্পী নির্বাচনসহ আনুষাঙ্গিক বিষয় নিয়েই কাজ করছি। ইচ্ছা আছে, আগামী বছরের জুনে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার।’ এ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন এসডি রুবেল। নায়ক-গায়ক-পরিচালনা এ তিন দায়িত্ব কাঁধে নিয়েই দ্বিতীয় সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি।
