গায়কের সঙ্গে জুটি বাঁধলেন তানজিন তিশা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন নতুন একটি ওয়েব কন্টেন্টে। এতে তিনি জুটি বাঁধতে চলেছেন গায়ক প্রীতম হাসানের সঙ্গে। প্রীতম সংগীতশিল্পী হিসাবেই বেশি পরিচিত। গানের পাশাপাশি তিনি অভিনয় করে থাকেন। সম্প্রতি এ জুটিকে নিয়ে নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করছেন ‘ঘুমপরী’ নামে একটি ওয়েব ফিল্ম। এ ফিল্মের মধ্য দিয়েই প্রথমবারের মতো দুই অঙ্গনের দুই তারকা তানজিন তিশা ও প্রীতম হাসান জুটি হয়ে পর্দায় আসতে চলেছেন। এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘দীর্ঘদিন ধরেই নতুন কোনো কাজের খবর দিতে পারিনি। অনেকেই অপেক্ষায় ছিলেন। আমিও চেয়েছিলাম ভালো কিছু নিয়েই ফিরতে। আশা করছি, দর্শকদের খুব ভালো লাগবে।’ এদিকে তানজিন তিশা প্রস্তুতি নিচ্ছেন সিনেমার জন্য।
