Logo
Logo
×

আনন্দ নগর

রাজনীতি নিয়ে সায়ানের গান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের অনৈতিক কিছু দেখলেই সেটার কড়া প্রতিবাদ করেন তিনি। ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে যেমন সরব ছিলেন, তেমনি বাংলাদেশে জুলাই বিপ্লবেও কথা ও গানে তুলেছিলেন প্রতিবাদের ঝড়। নেমেছিলেন রাজপথেও। এবার তিনি ‘এটাই আমার রাজনীতি’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন সায়ান নিজেই। সংগীতায়োজন করেছেন শুভদীপ মজুমদার। লিরিক্যাল ভিডিও তৈরি করেছেন হাসান মাহমুদ সানি। ঘরোয়াভাবে আড়াই বছর আগেই গানটি গিটার বাজিয়ে গেয়েছিলেন এ শিল্পী। তবে এবার আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করেছেন। এ গানের কথায় উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এ প্রসঙ্গে সায়ান বলেন, ‘দেশের নাগরিক হিসাবে আমি রাজনীতি সচেতন। তবে ক্ষমতা থেকে দূরত্বে থাকতে পছন্দ করি। আজীবন ক্ষমতার নজরদারিত্বে থাকতে চাওয়াতেই আমার শিল্পীত্বের কিংবা নাগরিকত্বের সবচেয়ে সচ্ছল সজীব অবস্থান। এগুলোই গানে গানে তুলে ধরেছি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম