Logo
Logo
×

আনন্দ নগর

প্রকাশ্যে জাহিদ হাসানের আমলনামা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। বিশেষ দিবস ও কয়েকটি ধারাবাহিক নাটক ছাড়া এখন তাকে আর অভিনয়ে দেখা যায় না। তবে তার মনোযোগ এখন ওটিটি কনটেন্টে। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর প্রকাশ হতে যাচ্ছে এ অভিনেতার ‘আমলনামা’। গত বছরই রায়হান রাফি পরিচালিত এ ওয়েবফিল্মের শুটিং শেষ করেছেন জাহিদ হাসান। এতে তার নায়িকা তমা মির্জা। সম্প্রতি ফিল্মটির পোস্টার ও ট্রেলার প্রকাশ হয়েছে। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তবে এ মুহূর্তে নিজের চরিত্র ও গল্প প্রসঙ্গে বেশি কিছু বলতে নারাজ অভিনেতা। তিনি বলেন, ‘এর গল্প অসাধারণ। সত্যি ঘটনায় নির্মিত কাজটি করে আমার দারুণ অভিজ্ঞতাও হয়েছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’ সম্প্রতি প্রকাশিত ট্রেলারের শুরুটা হয়েছে একটি কবিতা দিয়ে। এরপর মধ্যরাতে একজনকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। নিখোঁজ ব্যক্তির খোঁজ পেতে পরিবারের ছোটাছুটি দেখা যায়। কিন্তু কেউ জানে না তার খবর। ট্রেলারে উঠে এসেছে এসব বিষয়। যে কোনো কাজের নমুনা হচ্ছে ট্রেলার। ‘আমলনামা’র ট্রেলার দেখে আঁচ করা গেছে এর গল্পে কী হতে পারে। বোঝা গেছে গুম হওয়া মানুষগুলোর পরিবার কী ঘূর্ণিপাকে পড়ে! আর রাষ্ট্রের নির্ভরযোগ্য জায়গাগুলো যখন বিষয়টি এড়িয়ে যায় তখন ভোগান্তি পোহানো মানুষগুলোর পায়ের তলার মাটিটুকুও সরে যায়। সত্য ঘটনার ওপর নির্মিত ফিল্মের ট্রেলারে তা স্পষ্ট। ট্রেলারে ভিন্ন লুকে জাহিদ হাসানের পাশাপাশি নজরে পড়েছে তমা মির্জার অভিনয়। হারিয়ে যাওয়া স্বামীর জন্য পারভীনরূপী তমার ছোটাছুটি খুব জীবন্ত ছিল। এ প্রসঙ্গে পরিচালক রাফি বলেন, ‘এই সিনেমায় যে গল্পটি দেখানো হচ্ছে, তা দর্শককে এক ধরনের রহস্যে ডুবিয়ে রাখবে। আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। এ সিনেমায়ও দর্শক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবেন।’ ১২ মার্চ একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েবফিল্মটি মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম