মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির টোনাটুনির সংসার
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাট্যজগতের ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিম। সিনেমায়ও অভিনয় করেন তিনি। অন্যদিকে সিনেমা দিয়ে অভিষিক্ত তানিয়া বৃষ্টি এখন নাটকেই থিতু হয়েছেন। এ জুটিকে দেখা গেছে একাধিক নাটকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘টোনাটুনির সংসার’ নামে একটি নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। নাটকে তাদের দেখা যাবে স্বামী স্ত্রীর ভূমিকায়। এরই মধ্যে রাজধানীর অদূরে পূবাইলের এ একটি শুটিংবাড়িতে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নির্মাতা জানান, এটি ঈদে চ্যানেল আইতে প্রচারের পর একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দাম্পত্য জীবনে বেশ কয়েকবছর পর এসে স্বামী খেয়াল করে দেখল যে, তার কোনোকিছুই স্ত্রীর ভালো লাগে না। কীভাবে স্ত্রীর মনে আগের মতো ভালোবাসা ফেরানো যায় এবং সেই ভালোবাসা ফেরাতে গিয়ে এক নাটকীয় ঘটনা ঘটে। শাকিল ভাই ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। বৃষ্টিও ভালো করেছে।’ তানিয়া বৃষ্টি বলেন, ‘মোশাররফ ভাই আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা, সহশিল্পী। তিনি এত বিষয়ে জ্ঞান রাখেন যে, শুটিংয়ের ফাঁকে তার কাছে অনেক কিছু শেখা যায়। টোনাটুনির সংসারেরর গল্প চমৎকার। ভীষণ ভালো লেগেছে কাজটি করে।’
