Logo
Logo
×

আনন্দ নগর

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২৫ মনোনয়ন প্রকাশ

এবারও সম্ভাব্য রানি জয়া আহসান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারতীয় সিনেমার অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের পাশাপাশি টালিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ দেওয়া হয়। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫’র মনোনয়ন তালিকা। সেখানে এবার রয়েছেন বাংলাদেশের তিন তারকা। এর মধ্যে একজন হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবারের মনোনয়ন নিয়ে সপ্তমবারের মতো মনোনিত হলেন এ অভিনেত্রী। এ আসরে ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। ফিল্মফেয়ারের মঞ্চে জয়া আহসানের উপস্থিতি নতুন নয়। যেহেতু অনেক বছর ধরে টালিউডে নিয়মিত কাজ করছেন তিনি, ফলে প্রায় প্রতিবছর মনোনয়ন তালিকায় তার নাম থাকে। গত বছর ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এ ‘দশম অবতার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি। অর্ধাঙ্গিনীর জন্য পুরস্কারও ঘরে তুলেছিলেন। পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জয়া বলেন, ‘সমালোচক আর জনপ্রিয় শাখায় এর আগে আমি পেয়েছি। কিন্তু এই শাখায় এটিই আমার প্রথম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার টিমের সবাইকে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শক, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সবাইকে ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য।’ এ পর্যন্ত ফিল্মফেয়ারে চারবার পুরস্কৃত হয়েছেন তিনি। এবার তার সামনে পঞ্চম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ।

২০১৩ সালে অরিন্দম শীলের হাত ধরে কলকাতার সিনেমায় জয়ার যাত্রা শুরু। ওই বছর পশ্চিমবঙ্গে মুক্তি পায় জয়ার প্রথম টালিউড সিনেমা ‘আবর্ত’। শুরুর কাজেই প্রশংসিত হন তিনি। সিনেমাটিতে তার অভিনয়ের জন্য ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০১৪’-এ সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন, তবে পুরস্কৃত হননি। ২০১৭ সালের ফিল্মফেয়ার থেকে এবারের ফিল্মফেয়ার। টানা সাতটি আসরে এক থেকে একাধিক ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন ঢাকার অভিনেত্রী জয়া। এর মধ্যে ২০১৮, ২০২০ ও ২০২১ সালে পরপর তিনটি আসরেই সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন তিনি। এর মধ্যে দুবার জনপ্রিয় বিভাগে, শেষবার ২০২১ সালে সমালোচক বিচারে পুরস্কার অর্জন করেন তিনি।

জয়ার টানা সপ্তম মনোনয়নের দৌড় শুরু হয় ২০১৭ সালের পুরস্কারের আসর থেকে। অরিন্দম শীলের পরিচালনায় ‘ঈগলের চোখ’ সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছিলেন তিনি, তবে প্রথমবারের পর সেবারও ফিরতে হয় খালি হাতে।

‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০১৭’ আসরে কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’ দিয়ে অর্জনের গল্পটা শুরু করেন জয়া। অনুষ্ঠানটি হয় ২০১৮ সালে। সেবার জনপ্রিয় শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন তিনি। এরপর দুবছর এ আসর বন্ধ ছিল। ২০২০ সালে অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ ও কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘বিজয়া’ সিনেমার জন্য সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন জয়া। ২০২১ সালে ফিল্মফেয়ারের হ্যাটট্রিক করেন এ অভিনেত্রী। অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সমালোচক বিচারে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে ফিল্মফেয়ার জিতেন তিনি। আর এর মাধ্যমে টানা তিনবার ফিল্মফেয়ার জয় করেন তিনি। এরপর বসে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’-এর আসর। এতে টানা পঞ্চমবারের মতো ফিল্মফেয়ারে মনোনয়ন পান জয়া। সায়ন্তন মুখার্জির ‘ঝরা পালক’ সিনেমার জন্য সমালোচক বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পান তিনি। তবে সেবার ফিল্মফেয়ারের দখল নিতে পারেননি এ অভিনেত্রী।

প্রসঙ্গত, শুধু ফিল্মফেয়ার নয়, ওপারের অন্যান্য পুরস্কারেও দাপট দেখিয়েছেন জয়া। এর মধ্যে তিনি একটি ‘জি সিনে অ্যাওয়ার্ড’, তিনটি ‘টেলি সিনে অ্যাওয়ার্ড’, দুইটি ‘বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড’ ও ‘এবিপি আনন্দ সেরা বাঙালি সম্মাননা’ পেয়েছেন।

উল্লেখ্য, জয়া আহসানের আগেও বাংলাদেশের অনেক অভিনেত্রী কলকাতার সিনেমায় অভিনয় করেছেন। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয় করেছিলেন ববিতা। ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায় দেখা গিয়েছিল কবরীকে। অঞ্জু ঘোষও কাজ করেছেন কলকাতার অনেক ব্যবসাসফল সিনেমায়। গৌতম ঘোষ ও বুদ্ধদেব দাশগুপ্তর মতো নামি পরিচালকের সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা। রোজিনাও অভিনয় করেছেন কলকাতার কয়েকটি সিনেমায়। তবে তাদের তুলনায় জয়ার সাফল্যের পাল্লা বেশ ভারীই বলতে হয়। প্রসঙ্গত, প্রথমবার বাংলাদেশি একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন জয়া আহসান। জিম্মি নামের সিরিজটি পরিচালনা করেছেন আশফাক নিপুন। এটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। জানা গেছে, আগামী ২৮ মার্চ এটি মুক্তি পাবে। এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সব সময় খেয়াল করি, সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। ‘জিম্মি’র ক্ষেত্রে এগুলো সব মনমতো মিলে গিয়েছিল। সেইসঙ্গে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচই-এর সঙ্গে, মুক্তি পাবে ঈদে। সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের। ‘মহানগর’ নির্মাণ করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন আশফাক নিপুন। মুক্তির অপেক্ষায় থাকা ‘জিম্মি’ বিষয়ে আশফাক নিপুণ বলেন, ‘আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতুন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এ সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুকু বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে। এ ছাড়া কিছুদিন আগেই মুক্তি পায় জয়ার বাগান বিলাশ নামে একটি মিউজিক ভিডিও। এটিতেও জয়া বেশ সাড়া ফেলেছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম