ডিএমএস থেকে সাগরের গান

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে ঈদের আসছে সাগর দেওয়ানের নতুন গান। শিরোনাম ‘প্রেম সাগর’। এটি লিখেছেন ও সুর করেছেন কণ্ঠশিল্পী জিসান খান শুভ। এই দুই তরুণ তুর্কির গানে সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। গান প্রসঙ্গে সাগর দেওয়ার বলেন, ‘দেওয়ান পরিবারের সন্তান আমি। আমাদের পরিবারে সুফিবাদের চর্চা হয়ে আসছে প্রায় দুইশ বছর ধরে। সুফিবাদ আর বাউলের যে মেলবন্ধন, তা খুব কাছে থেকে দেখেছি। চেষ্টা করছি এ ধারাতেই নিজেকে রাঙাতে। এ গানটিও তার ব্যতিক্রম নয়।’
এবারের ঈদুল ফিতরে ডিএমএসের ইউটিউব চ্যানলে প্রকাশ পাবে ‘প্রেম সাগর’ গানটির ভিডিও। পাশাপাশি শ্রোতারা শুনতে পাবেন দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্লাটফর্মে।