Logo
Logo
×

আনন্দ নগর

টুকরো খবর

নেটফ্লিক্সের সিনেমার সংগীত পরিচালনা করছেন রাজা বশির

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য নির্মিত সিনেমায় সংগীত পরিচালনা করছেন প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের ছেলে রাজা বশির। সিনেমার নাম ‘সান সার্ফ অ্যান্ড স্যান্ড’। রাজা জানান, এটা প্রায় দুবছর মেয়াদি একটি কাজ। এরই মধ্যে তিনি এ সিনেমার সংগীত পরিচালনার কাজ শুরু করে দিয়েছেন। এ ছাড়া তিনি অস্ট্রেলিয়ার টেফ কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ‘থিম সং’র কাজ করছেন বলে জানিয়েছেন। টেফ কুইন্সল্যান্ড ইউনির্ভার্সিটি মূলত একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। সেখান থেকে রাজা বশির কিছুদিন আগে সাউন্ড প্রোডাকসনের ওপর ডিপ্লোমা সম্পন্ন করেছেন। এ দুটি কাজ প্রসঙ্গে রাজা বশির বলেন, ‘ডিপ্লোমা শেষ করার পরই আমাকে এ ইউনিভার্সিটির থিম সং করার দায়িত্ব দেওয়া হয়। এটি আমারই লেখা ও সুর করা। ইউনিভার্সিটির ডিরেক্টর রিচার্ড বার্নটে আমার করা থিম সংটি ভীষণ পছন্দ করেছেন এবং আমাকেই এর ভিডিও করারও দায়িত্ব দিয়েছেন। আর টেফেতে কোর্স করা অবস্থাতেই নেটফ্লিক্সের সিনেমাটিতে আমার অভিনয় করার সুযোগ আসে। একটা সময় সিনেমাটির ডিরেক্টর পিটার এবং নিজেল আমাকে সিনেমাটির সম্পূর্ণ সংগীত পরিচালনার দায়িত্ব দেন। এ সিনেমায় একটাই বাংলা গান থাকছে, যেটি আমার বোন হোমায়রা আপা গাইবেন। দুটো বিষয়ই আমার কাছে এ মুহূর্তে ভীষণ আনন্দের। দেশবাসীর কাছে দোয়া চাই যেন দেশের বাইরে আরো ভালো ভালো কাজ করার সুযোগ পাই।’ এদিকে শিগ্গির আবারও শুরু হচ্ছে রাজা বর্শিরের মিউজিক ও ভিডিও ডিরেকশনে ‘মেলোডি জংশন সিজন টু’র প্রচার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম