অনন্তর অভিযোগ ও সেনাবাহিনীর অভিযান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকাই সিনেমার নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তিনি একজন গার্মেন্ট ব্যবসায়ী। এজেআই গ্রুপ ও এবি গ্রুপ নামে তার দুটি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির অধীনে প্রায় ১২ হাজার জনবল কাজ করে। অনন্তর অভিযোগ, মুষ্টিমেয় কিছু শ্রমিক নামধারী সন্ত্রাসী বিনা কারণে কোম্পানির অভ্যন্তরে অরাজকতা সৃষ্টি করে রেখেছে, যাতে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায়। তাই তিনি তাণ্ডব চালানো আট সন্ত্রাসীর বিরুদ্ধে ২০২৪ সালের ১৫ নভেম্বর সাভার থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৩৭(১১)২০২৪। কিছুদিন সব শান্ত থাকার পর গত ১০ ও ১১ মার্চ আবারও সেসব সন্ত্রাসী ফ্যাক্টরিতে হামলা করে। এর ফলে ফ্যাক্টরি বন্ধ রাখতে হয়। ঘটনাটি অনন্ত জলিল সাভার ক্যান্টনমেন্টের মেজর জেনারেল মো. মঈন খান, ওএসপি, এনডিসি, পিএসসি-কে জানান এবং মামলার কপিসহ আসামিদের তথ্য প্রদান করেন। অনন্তর অভিযোগের ভিত্তিতে হেমায়েতপুর সার্কেল আর্মি ক্যাম্পের অফিসার ও সৈনিকরা আসামি কবির হোসেনসহ দুজনকে গ্রেফতার করে সাভার মডেল থানায় হন্তান্তর করেন। অনন্ত জানিয়েছেন, অন্য আসামিদের ধরতেও সেনাবাহিনীর অপারেশন অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ প্রসঙ্গে অনন্ত জলিল যুগান্তরকে বলেন, ‘ইতোমধ্যে আমরা আরও কিছু শ্রমিক নামধারী সন্ত্রাসীর তথ্য সেনাবাহিনীর কাছে প্রদান করেছি। তাদেরও আইনের আওতায় আনার জন্য অপারেশন অব্যাহত রয়েছে। আমি এবং আমার প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকসহ সবাই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঈদের সময় শ্রমিকদের সুন্দর কাজের পরিবেশ তৈরি করে দেওয়া ও দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য সেনাবাহিনীর বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয়।’ এদিকে অনন্ত জলিল আপাতত ব্যবসা নিয়েই ব্যস্ত রয়েছেন।
