|
ফলো করুন |
|
|---|---|
প্রতি বছরের মতো এবারও ঈদের আয়োজন নিয়ে ব্যস্ততা শুরু হয়েছে বাঁধন সরকার পূজার। আসছে তার একাধিক নতুন গান। এরইমধ্যে সেগুলো নিয়ে কাজ শুরু করেছেন। পাশাপাশি টেলিভিশনে ঈদ অনুষ্ঠানমালার শুটিংয়ে অংশ নিতে হচ্ছে তাকে। ব্যস্ততা নিয়ে পূজা বলেন, ‘চারটি টিভি চ্যানেলের অনুষ্ঠান করেছি। এ ছাড়া বেতারেও গান করেছি। যেহেতু সেগুলো ঈদের বিশেষ অনুষ্ঠান, তাই নিজের গানের পাশাপাশি কিছু কালজয়ী গানও করেছি।’ এদিকে পূজা মৌলিক গানে বেশি মনোযোগী। কাজ করছেন নিজের ইউটিউব চ্যানেল নিয়ে। ঈদের জন্য দুটি গান তৈরি করেছেন তিনি। একটু সময় নিয়ে এগুলোর ভিডিও করে প্রকাশ করবেন। এ ছাড়া ঈদের দুটি নাটকে গান করেছেন। এর মধ্যে ‘তুই আমার হয়ে যা’ নামের একটি নাটকের টাইটেল গান গেয়েছেন। অন্যটির নাম এখনো চূড়ান্ত হয়নি।
