বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। সম্প্রতি নতুন একটি গান প্রকাশ করেছেন তিনি। ‘আদর’ শিরোনামের রোমান্টিক গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন অশোক সিং। এটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানান কর্ণিয়া। তিনি বলেন, ‘শ্রোতারা এ সময় আমার থেকে যেমন গান শুনতে চান, এটি তেমনই। গানটি বেশ আগে গেয়েছিলাম। এটি বাংলাদেশের একটি প্রজেক্টের জন্য করা হয়েছিল, পরে কাজটি হয়নি। এখন সহশিল্পীর (অশোক সিং) ইউটিউব চ্যানেলে এর লিরিক্যাল ভিডিও প্রকাশ হয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন লিংকন রায় চৌধুরী।’ এদিকে ঈদকে সামনে রেখে গান নিয়ে ব্যস্ততা বেড়েছে কর্ণিয়ার। এরই মধ্যে একাধিক টেলিভিশনের ঈদ আয়োজনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। এ ছাড়া নতুন একাধিক একক ও দ্বৈত গান প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে সেগুলো নিয়েই কাজ করছেন বলে জানান এ শিল্পী।