টুকরো খবর
চক্করের শক্তি গল্প
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। তার মধ্যে একটি হচ্ছে ‘চক্কর ৩০২’। এটিতে অভিনয় করেছেন নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ঈদ উৎসবে মুক্তি পাওয়া আলোচিত অন্যান্য সিনেমার সঙ্গে যেন টক্কর দিয়েই দাপটের সঙ্গে চলছে ‘চক্কর ৩০২’। এটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখেছেন মোশাররফ করিম। দর্শকদের উচ্ছ্বাসও তিনি লক্ষ করেছেন, সিনেমা দেখা শেষে দর্শকদের আত্মতৃপ্তির কথাও জানান এ অভিনেতা। মোশাররফ করিম বলেন, ‘যারা সিনেমাটি দেখেছেন তাদের ভালো লেগেছে। রহস্য, জটিলতা, সম্পর্ক মিলিয়ে এটি দারুণ গল্পের একটি সিনেমা, সব শ্রেণির দর্শকদেরই ভালো লাগবে। গল্পই দর্শকদের টেনে নিয়ে আসছে প্রেক্ষাগৃহে। যারা এখনো দেখেননি, তাদের দেখার অনুরোধ রইল।’
