Logo
Logo
×

আনন্দ নগর

ওটিটিতে যা দেখবেন

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* জিও সিনেমায় মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘মেরে হাজবেন্ড কি বিবি’। পরিচালনা করেছেন মুদাসসার আজিজ। এতে অভিনয় করেছেন অর্জুন কাপুর, ভূমি পেড়নেকার, রাকুল প্রীত সিং প্রমুখ।

* নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ভারতীয় হিন্দি সিনেমা ‘অগ্নিপথ’। পরিচালনা করেছেন করণ মলহোত্রা। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন, সঞ্জয় দত্ত, ঋষি কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ওম পুরি ও জরিনা ওয়াহাব।

* হইচইতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘বিষহরি’। এটি নির্মাণ করেন সৃজিত রায়। এতে অভিনয় করেন সোলাঙ্কি রয়, রোহান ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী, কৌশিক রয় প্রমুখ।

* বিঞ্জে দেখা যাচ্ছে নাটক ‘নিষিদ্ধ বাসর’। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মনোজ প্রামাণিক, শিল্পী সরকার অপু, নরেশ ভুঁইয়া প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম