সম্পর্ক ভাঙলেও আফসোস নেই শ্রুতি হাসানের
শাহনাজ হেনা
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাবা কমল হাসান দক্ষিণী সিনেমার সুপারস্টার। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও দেখিয়েছেন মুনশিয়ানা। বাবার পথ ধরে মেয়ে শ্রুতি হাসানও এসেছেন সিনেমার রঙিন জগতে। বাবার মতো ততটা সাফল্য না পেলেও একেবারেই কম নয় তার জনপ্রিয়তা। দক্ষিণী সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। বলিউডেও দেখিয়েছেন নিজের দক্ষতা। প্রতি বছরই তার অভিনীত একাধিক সিনেমা নিয়মিত মুক্তি পায়। বলা যায় অভিনয় নিয়ে বছরের পুরোটা সময় আলোচনায় থাকেন শ্রুতি। একইসঙ্গে আলোচনায় থাকেন ব্যক্তিজীবন নিয়ে। এর কারণ একটাই, প্রেম। অতীতে তার একাধিক সম্পর্ক ছিল। যদিও এসব নিয়ে কখনোই লুকোচুরি করেননি। যখন যার সঙ্গে ছিলেন, সেটা প্রকাশ্যেই বলেছেন। মাইকেল কর্সেল হোক কিংবা শান্তনু হাজরা-শ্রুতির সব প্রেমিকের কথা সবাই জানতেন। পুরোনো কারও সঙ্গেই তার প্রেমের সম্পর্ক পরিণয়ের দিকে যায়নি। সব ভেঙে গেছে। এসব সম্পর্কের কারণে অনেকবার কটাক্ষের শিকার হয়েছেন। একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়ালে তখন তাকে শুনতে হয়েছে এমন কথাও ‘কত নম্বর প্রেমিক এটা?’ নেট দুনিয়ায় হয়েছেন ট্রলের শিকার। অবশ্য এ নিয়ে অভিনেত্রীর কোনো আফসোসও নেই। সম্প্রতি এসব সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যমে মন খুলে কথা বলেছেন শ্রুতি। জবাব দিয়েছেন ট্রলকারীদের। জানিয়েছেন নিজের জীবনে কোন ভুলটা ঠিক করতে চান তিনি। শ্রুতি বলেন, ‘এটা ঠিক যে, আমি কিছু মানুষকে আঘাত দিয়েছি। তখন হয়তো বুঝতে পারিনি। কিন্তু এখন মনে হয়, সেটা আমার করা উচিত হয়নি। যে মানুষগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল, না বুঝে যাদের কষ্ট দিয়েছি, তাদের সঙ্গে দেখা হলে তাদের কাছে ক্ষমাও চেয়ে নেই। এর বাইরে আর কোনো কিছু নিয়ে আমার আফসোস নেই। অন্য কিছুর জন্য যদি কেউ আমাকে জোকার বলে, তাতে আমার কিছুই যায় আসে না। বরং এভাবে নেই বিষয়টি, ‘আচ্ছা বেশ তাহলে তাই’।
অতীতে যাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, যাদের তিনি ছেড়ে এসেছেন, বা যারা তাকে ছেড়ে চলে গেছে, তাদের নিয়েও কোনো আফসোস নেই বলে জানিয়েছেন এ অভিনেত্রী। এসব ঘটনা তার জীবনে কোনো প্রভাব ফেলেনি। ক্যারিয়ারে উত্থান পতনের জন্য এসব ঘটনার সঙ্গে কোনো সম্পর্কও নেই। শ্রুতি বলেন, ‘সবার জীবনেই একটা হলেও মারাত্মক অতীত থাকে, সাবেক প্রেমিক থাকে। আমারও তেমন একটা কিছু ছিল। হয়তো সেটা একাধিক। কিন্তু আমি যখন যে অধ্যায় শেষ করি সেটা নিয়ে কোনো আফসোস রাখি না। বিষয়টি শুধু আমার জন্য একটা সংখ্যা। যদি বলেন, আমার কী একটুও খারাপ লাগে না ছেড়ে আসতে? তাহলে বলব, অবশ্যই লাগে। আমিও একজন মানুষ! কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতে হয়। জীবন তো কখনো কারও জন্য থেমে থাকে না।’ তবে সম্পর্কে তিনি সব সময় লয়্যাল থেকেছেন বলে জানিয়েছেন। সম্পর্ক ভাঙার জন্য কখনোই কোনো সঙ্গীকে তিনি দোষারোপ করেননি। বরং নিজেকেই দোষী সাব্যস্ত করে সরে গেছেন বলে দাবি করেছেন অভিনেত্রী।
এদিকে কাজের সূত্রে বর্তমানে শ্রুতি হাসান তামিল সিনেমা ‘কুলি’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পাবে। এ ছাড়া তার হাতে রয়েছে তেলেগু সিনেমা ‘সালার : পার্ট-২’ (মুক্তি পাবে চলতি বছরের ১৪ নভেম্বর), তামিল সিনেমা ‘ট্রেন’ (মুক্তি পাবে ডিসেম্বরে) ও ‘জন নয়গন’ (মুক্তি পাবে ৯ জানুয়ারি ২০২৬)। সর্বশেষ তাকে ‘সালার : পার্ট-১’ (বলিউড ভার্সন)-এ দেখা গেছে তাকে। পরিসংখ্যান বলছে চলতি বছর তিনি তিনটি সিনেমা নিয়ে আলোচনায় থাকবেন। তবে দর্শকের নজর ‘সালার’ সিনেমার দ্বিতীয় কিস্তির দিকে। কারণ, বলিউডের সিনেমাটির প্রথম কিস্তি খুব একটা সুবিধা করতে পারেনি।
