Logo
Logo
×

আনন্দ নগর

শ্রমিকদের জীবনযুদ্ধ নিয়ে নির্মিত সিনেমা

Icon

সেলিম কামাল

প্রকাশ: ০১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনেমা জীবনের প্রতিচ্ছবি। মানুষের দৈনন্দিন জীবনের নানা সমস্যা সম্ভাবনা আর অতীত-ভবিষ্যতের প্রতিফলন ঘটে সিনেমায়। কোনো কোনো সময় তুলে ধরা হয় শ্রমিক নিপীড়নের চিত্র। এসব সিনেমায় থাকে রাজপুত্র, কৃষক এবং প্রভুদের অসাম্য। বিশ্বব্যাপী এমন কিছু সিনেমা নির্মিত হয়েছে-যেগুলোর দৃষ্টিভঙ্গি শ্রমিকদের মানবিক জীবনের মান উন্নয়নকেই নির্দেশ করে। এমন সেরা দশ সিনেমার তালিকা করেছে গোল্ডেন গ্লোব। আন্তর্জাতিক শ্রমিক দিবসের স্মরণে এ সিনেমাগুলো নিয়ে এই প্রতিবেদন।

সেলিম কামাল

মিশরীয় ড্রামা বেইজ্ড সিনেমা ‘দ্য ল্যান্ড’ মুক্তি পেয়েছিল ১৯৬৯ সালে। পরিচালক ইউসেফ চেহিন সিনেমাটির মাধ্যমে তুলে এনেছেন কৃষকদের ওপর জমিদার শ্রেণির নিপীড়নের চিত্র। এতে অভিনয় করেছেন মুহাম্মদ এল মেলিগাই, ইয়াহিয়া চেহিন, ইজ্জত এল আলাইলি প্রমুখ। অস্কারের সেরা সিনেমা হিসাবে মনোনয়ন পেয়েছিল এটি।

কয়লাখনিতে কাজ করা একটি পরিবারের দুর্দশা নিয়ে ১৯৪১ সালে মুক্তি পায় ‘হাউ গ্রিন ওয়াজ মাই ভ্যালি’ সিনেমাটি। হলিউডের পরিচালক জন ফোর্ড ব্রিটিশ ঔপন্যাসিক রিচার্ড লিওয়েলিনের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন এটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ওয়াল্টার পিজিয়ন, মৌরিন ও’হারা, ডোনাল্ড ক্রিস্প প্রমুখ। একই বছর অস্কারে ১০টি মনোনয়ন পেয়ে পাঁচটিই জিতেছিল সিনেমাটি।

উনিশ শতকের শেষদিকে নির্মিত হয় পরিবেশ বিষয়ক সিনেমা ‘দ্য ফ্যাক্টরি’। মূলত শহরায়ণের বিরুদ্ধে শ্রমিকনেতার লড়াইকে কেন্দ্র করে এটি নির্মাণ করেন ইতালিয়ান পরিচালক মারিও মোনিসেলি। ২০২৪ সালে মুক্তি পেয়েছে ড্যানিশ সিনেমা ‘দ্য গার্ল উইথ দ্য নিড্ল’। ম্যাগনাস ভন হর্ন পরিচালিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভিক কারম্যান সনি। কারখানার শ্রমিক হিসাবে কাজ করা একটি মেয়ের অসহায়ত্বকে কীভাবে জিম্মি করে তার মালিক কিংবা ঊর্ধ্বতনরা, এ বিষয়টিই মূলত তুলে ধরা হয়েছে এ সিনেমায়।

একজন নৃত্যশিল্পী একটি স্টিলমিলে কাজ করতে গিয়ে যেসব বাধার সম্মুখিন হন তারই দুর্দান্ত প্রতিফলন ঘটেছে ১৯৮৩ সালে হলিউডে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফ্ল্যাশড্যান্স’-এ। আদ্রিয়ান লিন পরিচালিত এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জেনিফার বিল্স। আরও অভিনয় করেছেন মাইকেল নৌরি, লিলিয়া স্কালা, সিনথিয়া রোড্স প্রমুখ।

২০১০ সালে মুক্তি পায় নাইজেল কোল পরিচালিত ‘মেইড ইন ড্যাগেনহ্যাম’ সিনেমাটি। একটি গার্মেন্টস কারখানার শ্রমিকদের ওপর ঊর্ধ্বতনদের মানসিক ও শারীরিক নির্যাতন-নিপীড়ন নিয়ে নির্মিত হয় সিনেমাটি। কমেডি ড্রামার আদলে নির্মিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন স্যালি হকিন্স, বব হসকিন্স, মিরান্ডা রিচার্ডসন প্রমুখ। অস্ত্র কারখানায় কাজ করা এক শ্রমিকের জীবনসংগ্রাম তুলে ধরা সিনেমা ‘সুইং শিফ্ট’ মুক্তি পায় ১৯৮৪ সালে। জোনাথন ডেইমি পরিচালিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোল্ডি হন, কার্ট রাসেল, হলি হান্টার প্রমুখ। ৪২ বছর বয়সি কারখানা শ্রমিকের মাতৃত্বের অধিকার নিয়ে ১৯৭৫ সালে নির্মিত হয় হাঙ্গেরিয়ান ড্রামা ফিল্ম ‘অ্যাডপশন’। মারতা মেসজারোজ পরিচালিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্যাটালিন বেরেক। সেরা বিদেশি ভাষার সিনেমা ক্যাটাগরিতে ৪৮তম অস্কারে মনোনয়ন পায় সিনেমাটি।

বলিউডেও শ্রমিকদের অধিকার নিয়ে নির্মিত হয়েছে বেশ কিছু সিনেমা। এগুলোর অন্যতম মনমোহন দেশাই পরিচালিত ‘কুলি’। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। কুলিদের জীবনযাত্রার মান ও অধিকার নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্প। রিকশাচালকের জীবনযুদ্ধ নিয়ে বিমল রায় পরিচালিত ‘দো বিঘা জমিন’ মুক্তি পায় ১৯৫৩ সালে। অভিনয় করেছেন বলরাজ সাহনি, নিরুপা রয়, রতন কুমার প্রমুখ। ১৯৫৭ সালে মুক্তি পায় মেহবুব খান পরিচালিত এপিক ড্রামা ‘মাদার ইন্ডিয়া’। জমিদার কর্তৃক কৃষক শ্রেণিকে শোষণের চিত্র ফুটে উঠেছে এ সিনেমায়। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নার্গিস, সুনীল দত্ত, রাজ কুমার, রাজেন্দ্র কুমার প্রমুখ।

কারখানার শ্রমিকদের দুর্দশা নিয়ে নির্মিত ‘পয়গাম’ সিনেমাটি মুক্তি পায় ১৯৫৯ সালে। এস এস ভাসান পরিচালিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলীপ কুমার, বৈজয়ন্তীমালা, রাজ কুমার প্রমুখ। চা বাগানের শ্রমিকদের দুঃখ দুর্দশা ফুটে উঠেছে ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত তপন সিংহ পরিচালিত ‘সাগিনা মাহাতো’ সিনেমায়। এর শ্রেষ্ঠাংশে ছিলেন দিলীপ কুমার ও সায়রা বানু। ১৯৫৭ সালে মুক্তি পাওয়া বি আর চোপড়া পরিচালিত ‘নয়া দৌড়’র কাহিনি গড়ে উঠেছে একজন টাঙ্গাওয়ালার জীবনযুদ্ধকে ঘিরে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলীপ কুমার, বৈজয়ন্তীমালা প্রমুখ। পুরোপুরি শ্রমিকদের সিনেমা না হলেও ‘দিল দিয়া দার্দ লিয়া’ সিনেমাটির প্রথমাংশ জুড়ে ছিল একজন শ্রমিকের দুর্দশাগ্রস্ত জীবনের গল্প। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া আব্দুর রশিদ কার্দার ও দিলীপ কুমারের যৌথ পরিচালিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলীপ কুমার, ওয়াহিদা রেহমান, রেহমান, জনি ওয়াকার প্রমুখ। বাসু ভট্টাচার্য পরিচালিত ‘তিসরি কসম’ সিনেমাটি মুক্তি পায় ১৯৬৬ সালে। ঠেলাগাড়ি চালক হিরামনের জীবনযুদ্ধের গল্প নিয়েই এ সিনেমা। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজকাপুর, ওয়াহিদা রেহমান, রেহানা প্রমুখ। কয়লাশ্রমিকদের জীবন নিয়ে নির্মিত ‘কালা পাথর’ মুক্তি পায় ১৯৭৯ সালে। ইয়াশ চোপড়া পরিচালিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শশী কাপুর, অমিতাভ বচ্চন, রাখী গুলজার, শত্রুঘ্ন সিনহা প্রমুখ। কারখানার শ্রমিকদের নিয়ে দুর্দান্ত সিনেমা ‘কলিযুগ’ মুক্তি পায় ১৯৮১ সালে। শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শশী কাপুর, রেখা, রাজ বব্বর প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম