|
ফলো করুন |
|
|---|---|
* হইচইতে দেখা যাচ্ছে সিরিজ ‘ভোগ’। এটি নির্মাণ করেন পরমব্রত চট্টোপাধ্যায়। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য ও পার্ণো মিত্র।
* জি ফাইভে মুক্তি পেয়েছে সিনেমা ‘কোস্টাও’। গোয়ার এক কাস্টমস অফিসার কোস্টাও ফার্নান্দেজের জীবন অবলম্বনে এটি নির্মাণ করেন সেজাল শাহ। এতে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। এ ছাড়া তার স্ত্রীর চরিত্রে আছেন প্রিয়া বাপাট।
* অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে সিনেমা ‘অ্যানাদার সিম্পল ফেভার’। এটি ‘অ্যা সিম্পল ফেভার’র সিক্যুয়েল। নির্মাণ করেছেন পল ফেইগ। ইতালির এক দ্বীপে ধনকুবেরের বিয়েকে কেন্দ্র করেই এগিয়েছে গল্প। এ সিনেমায় অভিনয় করেছেন ব্লেইক লাইভলি, আনা কেনড্রিক, হেনরি গোল্ডিং।
