Logo
Logo
×

আনন্দ নগর

ক্যারিয়ার হুমকিতে পড়েছিলেন রিজ

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী রিজ উইদারস্পুন। ব্যক্তি জীবনে অনেক ঝড়ঝঞ্জা পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, প্রায়ই বিভিন্ন সাক্ষাৎকারে তিনি এসব বলে থাকেন। সম্প্রতি রিজ জানিয়েছেন, তার প্রথম বিবাহবিচ্ছেদের পর ক্যারিয়ারে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। প্রথম স্বামী রায়ান ফিলিপের সঙ্গে বিবাহবিচ্ছেদ কেবল তার ব্যক্তিগত জীবনকেই নাড়া দেয়নি, এটি তার ক্যারিয়ারকে এক ধাক্কায় ফেলেছে। লিগ্যালি ব্লন্ড তারকা স্বীকার করেছেন, এই বিচ্ছেদের ফলে তিনি তার কাজের মধ্যে আবেগ খুঁজে পেতে লড়াই করে চলেছেন এবং কিছু সময়ের জন্য, হলিউড যা বিক্রি করছিল তা কিনতে পারছিলেন না।

রিজ এবং ফিলিপ্পে ১৯৯৯ সালে ঝোড়ো প্রেমের পর গাঁটছড়া বাঁধেন। তিনি তার ২১তম জন্মদিনের পার্টিতে তার ভবিষ্যৎ স্বামীকে বলেছিলেন, ‘আমি মনে করি তুমি আমার জন্মদিনের উপহার।’ কিন্তু তাদের প্রেমের গল্প স্থায়ী হয়নি। ২০০৮ সালে এ জুটির বিবাহবিচ্ছেদ হয়। যদিও দুজনের কেউই এ বিচ্ছেদের কারণ প্রকাশ করেনি। তবে অনেকেই বলেছেন, তাদের মধ্যকার অবিশ্বাস এবং পেশাদার ঈর্ষা ছিল অনেক বেশি। বিচ্ছেদের কারণ যাই হোক না কেন, এই বিচ্ছেদ উভয় তারকাকেই কঠিনভাবে আঘাত করেছিল। ফিলিপ স্বীকার করেছিলেন তিনি কয়েক মাস ধরে ‘কম করে কাজ করতে’ পারতেন। অন্যদিকে, উইদারস্পুন তার এক সময়ের সোনালি ক্যারিয়ারের পতন দেখেছিলেন। ‘আপনি জানেন, যখন আপনার মস্তিষ্ক আপনার বিরুদ্ধে দাঁড়াবে, তখন আপনি সত্যিই খুব সৃজনশীল হতে পারবেন না’- মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন রিজ। তিনি বলেন, ‘আমি কেবল ক্যারিয়ারের দিক থেকে কিছুটা হতাশ ছিলাম। কারণ আমি এমন জিনিস তৈরি করছিলাম না যার প্রতি আমি আগ্রহী ছিলাম, আমি কেবল কাজ করছিলাম। এটা সত্যিই স্পষ্ট ছিল যে দর্শক আমি যা প্রকাশ করছিলাম তাতে সাড়া দিচ্ছিল না।’

কিন্তু এখানেই তার গল্পের শেষ ছিল না। ২০১১ সালে ট্যালেন্ট এজেন্ট জিম টথের সঙ্গে উইদারস্পুনের দ্বিতীয় বিয়ে তাকে তার প্রথম বিবাহবিচ্ছেদের ব্যাপারে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। ‘আমি যখন বিবাহবিচ্ছেদ করি তখন নিজের ওপর কঠোর ছিলাম। আর আবার বিয়ে না করা পর্যন্ত, আমি মনে করি না আমি কতটা চাপে ছিলাম তা বুঝতে পেরেছিলাম’। অবশ্য টথের সঙ্গে রিজের বিচ্ছেদ হয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে চলা সম্পর্ক ভেঙে গেছে ২০২৩ সালে। এবার অবশ্য উইদারস্পুন বিচ্ছেদকে ভিন্নভাবে সামলেছেন। তিনি ট্যাবলয়েডদের নিজের গল্প বলতে দিতে চাননি। ‘যখন আমার আগে বিবাহবিচ্ছেদ হয়েছিল, তখন ট্যাবলয়েড মিডিয়া লোকেদের বলতে বাধ্য করেছিল যে, আমি কেমন অনুভব করছিলাম বা আমি কীভাবে প্রক্রিয়া করছিলাম এবং এটি খুব নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল’-বলেছেন রিজ।

রিস উইদারস্পুনের জন্য বিবাহবিচ্ছেদ শেষ ছিল না। এটি এমনকি কোনো বাধাও ছিল না। এটি তার যাত্রার অংশ ছিল। ক্যারিয়ারের পতন থেকে শুরু করে মানুষের সমালোচনা, তিনি সবকিছুর মুখোমুখি হয়েছিলেন এবং নিজের মনোবল আরও শক্তিশালী করেছেন। হলিউড হয়তো এক সময় তাকে সন্দেহ করেছিল, কিন্তু তিনি সবাইকে মনে করিয়ে দিয়েছিলেন, কেন তিনি একজন শক্তিশালী ব্যক্তিত্ব ছিলেন। পতন? শীর্ষে ফিরে আসার পথে কেবল একটি পথচলা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম