রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর আয়োজন
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ। ২৫ শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দের (৭ মে ১৮৬১ খ্রিষ্টাব্দ) এ দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের অনন্য এ কবি। জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঞ্চ ও টেলিভিশনে রয়েছে নানা আয়োজন। রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যায় নাট্য সংগঠন স্বপ্নদল মঞ্চস্থ করবে নাটক ‘হেলেন কেলার’। নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু। এ ছাড়া আজ রাত ১১টায় বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হবে এ দলের আরও একটি নাটক ‘চিত্রাঙ্গদা’। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃজন কাব্যনাট্য এটি। দুটি নাটকই নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এ ছাড়া দুরন্ত টেলিভিশনে আজ সকাল ১০টায় প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’। বিকালে ৫টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘সুরে ছন্দে রবীন্দ্রনাথ’। রাত ১০টায় প্রচার হবে সুমনা সিদ্দিকের পরিচালনায় ‘মাধো’ ও লুসি তৃপ্তি গোমেজের পরিচালনায় ‘ডাকঘর’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বাংলাভিশনে আজ বিকাল ৪টা ৪৫ মিনিটে প্রচার হবে গানের অনুষ্ঠান ‘নন্দিত করো হে’। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের (প্রেম, পূজা, প্রকৃতি ইত্যাদি) গান পরিবেশনা করেছেন শিল্পী দেবলীনাসূর। তা ছাড়া ২টি সম্মেলক গান পরিবেশন করেছেন ‘সুরবিহারের’ শিল্পীরা এবং কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিবেশনায় আছে একটি বৃন্দ আবৃত্তি।
