Logo
Logo
×

আনন্দ নগর

টুকরো খবর

মাকে নিয়ে সামিনা ও মুরাদ নূরের গান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাকে নিয়ে নতুন একটি গান গেয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী সামিনা চৌধুরী। গানের শিরোনাম ‘নাড়ির বন্ধন’। এটি লিখেছেন কামরুল নান্নু ও সুর করেছেন মুরাদ নূর। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি মা দিবসে প্রকাশ হবে বলে জানিয়েছেন সুরকার। এ গান প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘মাকে নিয়ে গান করতে পেরে ভীষণ ভালো লাগছে। আমার মা আল্লাহর রহমতে সুস্থ আছেন। মায়ের গর্ভে সুরের পরিবারে জন্মেছি, সেই সুরে মাকে স্মরণ করতে পারলাম, এই আনন্দ বুঝানোর মতো নয়। পৃথিবীর সব মাকে উৎসর্গ করলাম এ গান।’ তিনি আরও বলেন, “মুরাদ নূরের সঙ্গে আমার বেশ কিছু গান আছে। এর মধ্যে ‘মেঘবরষা’ শিরোনামের একটি গান বেশ প্রশংসিত। তরুণদের মধ্যে সে ভীষণ মেধাবী। শৈল্পিক স্টুডিওর আড্ডায় পরিকল্পনা হয় আমরা মাকে নিয়ে গান করব, সব কিছুর দায়িত্বই নূরকে দেই, সে প্রত্যাশার মতোই করেছে।” মুরাদ নূর বলেন, ‘আমার মা-ও বেঁচে আছেন, তাকে নিয়ে গান বেঁধে শুনাতে পেরেছি, এটাই আমার সার্থকতা; আমার প্রাপ্তি। সামিনা আপার সঙ্গে কাজ করতে পারা আমার স্বপ্ন পূরণ আর সৌভাগ্যের বহিঃপ্রকাশ। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম