সুমীর কণ্ঠে রবীন্দ্রনাথের দুই গান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে সংগীতশিল্পী হাফিজা শারমিন সুমীর কণ্ঠে দুটি রবীন্দ্রসংগীত প্রকাশ হয়েছে। এর মধ্যে একটি দলীয় সংগীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে’। প্রকাশ হয়েছে ‘মিউজিক আলফা’ থেকে। অন্যটি একক ‘আমার মন মানে না’। একক গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন শান শায়েক। এটি প্রকাশিত হয়েছে ‘সুমী শারমিন’ ইউটিউব চ্যানেলে। এ গান প্রসঙ্গে সুমী বলেন, ‘এটি আমার ভীষণ প্রিয় একটি গান। প্রকাশের পর বেশ ভালোই সাড়া পাচ্ছি।’
